রাজ্যে খোঁজ পাওয়া গেল শেক্সপিয়রের শাইলকের। বিকাশ দাস নামে সেই ব্যক্তির বিরুদ্ধে ধারের টাকা শোধ করতে না পারায় এক মহিলাকে কিডনি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ধারের টাকা শোধের পর কিডনি বিক্রির বাকি টাকাও হাতিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, ধৃতের সঙ্গে কিডনি পাচার চক্রের যোগ রয়েছে।
আরও পড়ুন - ‘দিলীপ ঘোষকে যেভাবে উত্যক্ত করা হয়েছে...!’ দলের তরফে পাশে দাঁড়ালেন শুভেন্দু
আরও পড়ুন - হুইপ জারির পরও সকলে উপস্থিত নন, কারা অনুপস্থিত? তালিকা তৈরি করছে তৃণমূল
আরও পড়ুন - স্ত্রীকে বেদম মারছিল মদ্যপ স্বামী, বাঁচাতে গেলে শ্যালকের কান কামড়াল জামাইবাবু
ঘটনা উত্তর ২৪ পরগনার অশোকনগর থানা এলাকার। বিকাশ দাস নামে ওই ব্যক্তির কাছ থেকে বেশ কিছুদিন আগে চড়া সুদে ৬০ হাজার টাকা ধার নিয়েছিলেন অশোনগর থানা এলাকার বাসিন্দা ওই যুবক। সেজন্য কিস্তিতে কিস্তিতে বিকাশকে ১ লক্ষ ২০ হাজার টাকা শোধ করেন তিনি। অভিযোগ, এর পরও বিকাশ যুবকের কাছে আসল টাকা ফেরত চান। কিন্তু সেই টাকা ছিল না যুবকের কাছে। এর পর যুবককে কিডনি বিক্রির জন্য চাপ দিতে শুরু করে বিকাশ। এমনকী কোথায় গেলে সহজে কিডনি বিক্রি করা যাবে তা যোগাযোগও করিয়ে দেয় সে। লাগাতার চাপের মুখে কিডনি বিক্রি করতে বাধ্য হন যুবকের স্ত্রী। এর পর আসলবাবদ প্রাপ্য ৬০ হাজার টাকা বিকাশকে শোধ করেন তিনি।