বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Electrocuted: সাতসকালে দোকান খুলতেই বিপত্তি! বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের
পরবর্তী খবর
সাতসকালে দোকান খুলতেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ফের বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। বছর উনিশের মৃত ওই যুবকের নাম হরিশচন্দ্র ঘোষ। আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত খড়গ্রাম থানার নগর ঘোষপাড়া এলাকায়। এই ঘটনায় মৃতের পরিবারে শোকের ছায়া নেমেছে। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নগর ঘোষপাড়া এলাকায় একটি তেলে ভাজার দোকান রয়েছে। প্রতিদিনকার মতো গতকাল রাত হয়ে যাওয়ায় দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। এরপর আজ ভোরে দোকান খুলতেই ঘটে বিপত্তি। দোকান খোলার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি স্থানীয়রা দোকানে এসে দেখেন যুবকের কোনও সাড়া শব্দ নেই।