দু'মাসের টাকা বাকি। বাজারেও ধার হয়ে গিয়েছে প্রচুর। বাধ্য হয়েই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মহিলা ও শিশুদের জন্য রান্না করা খাবার দেওয়া বন্ধ করে দিল সেখানকার কর্মীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকে। যদিও জেলা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, দ্রুতই সেখানকার কর্মীরা টাকা পেয়ে যাবেন। কোনও সমস্যাই হবে না।
জানা গিয়েছে, জামালপুর ব্লকে ৫৩৪টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মহিলা ও শিশুদের রান্না করা খাবার দেওয়া বন্ধ করে দিয়েছেন সেখানকার কর্মীরা। এই প্রসঙ্গে কর্মীরা জানিয়েছেন, লকডাউনের পর গত ফেব্রুয়ারি মাস থেকে যখন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খুলেছিল, তখন ডিম, সব্জি সহ নানা ধরনের বাজার খরচ তাঁরা নিজেরাই দিতেন। গত দু'মাস ধরে খরচের কোনও টাকা তাঁরা পাচ্ছেন না। মুদিখানা ও সব্জির দোকানে এত টাকা ধার হয়ে গেছে যে দোকানদাররা নতুন করে জিনিসপত্র দিতে চাইছেন না। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই ব্লক জুড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি বন্ধ করে দিয়েছেন তাঁরা। এর ফলে সমস্যায় পড়েছেন ওই কেন্দ্রের মহিলা ও শিশুরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সঙ্গে যুক্ত একজন জানান, কারো মাস পাঁচ হাজার টাকা, আবার কারো ১২ হাজার টাকা বাইরে ধার হয়ে গিয়েছে। ফলে বাধ্য হয়েই খাবার দেওয়া বন্ধ করে দিয়েছি।