সরকারি হাসপাতালে USGর নামে মহিলাদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুললেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রবিবার সিঙুর গ্রামীণ হাসপাতালে গিয়ে তিনি দেখেন, সেখানে USG মেশিনের লাইসেন্স শেষ হয়ে গিয়েছে ২০১৭ সালে। তার পরও সেই মেশিন দিয়ে দিনের পর দিন গর্ভবতী মহিলা ও অন্যান্যদের USG করা হচ্ছে। নেওয়া হচ্ছে টাকা। দেওয়া হচ্ছে ভুয়ো রিপোর্ট। এদিন অবিলম্বে ওই মেশিন দিয়ে USG করা বন্ধ করতে হবে বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: ভিডিয়ো ফেক, সন্দেশখালির স্টিং অপারেশনের CBI তদন্ত দাবি করল BJP, রেখা পাত্র বললেন
পড়তে থাকুন: অভিষেকের বিরুদ্ধে CBIএর কাছে অভিযোগ করেছেন গঙ্গাধর, যাবেন CBI দফতরেও: শুভেন্দু
লাইসেন্সহীন মেশিন দিয়ে USG!
সিঙুর হাসপাতালে PPP মডেলে চলে USG ক্লিনিকটি। সেখানে ২৫০ টাকার বিনিময়ে USG করাতে পারেন সাধারণ মানুষ। কিন্তু ২০১৭ সালে সেই মেশিনের মেয়াদ ফুরিয়েছে বলে দাবি করেন লকেট। এদিন লকেট পৌঁছতে দেখেন কোনও চিকিৎসকের উপস্থিতি ছাড়াই USG করা হচ্ছে। লকেটের অভিযোগ স্বীকার করে নেন USG করার দায়িত্বে থাকা কর্মীরা। এর পর সেখান থেকেই হাসপাতালের দায়িত্বে থাকা চিকিৎসককে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন লকেট। পুলিশে অভিযোগ দায়েরের হুঁশিয়ারি দেন তিনি।
আরও পড়ুন: চুপিসাড়ে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির অভিযোগ তুলে সরব শুভেন্দু, উড়িয়ে দিল WBSEDCL