বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > WB Police Recruitment Update: নতুন পদ তৈরি করে রাজ্য পুলিশে আরও চাকরি! নিয়োগ করা হবে ৫২৯ সাব-ইনস্পেক্টরকে
পরবর্তী খবর
WB Police Recruitment Update: নতুন পদ তৈরি করে রাজ্য পুলিশে আরও চাকরি! নিয়োগ করা হবে ৫২৯ সাব-ইনস্পেক্টরকে
1 মিনিটে পড়ুন Updated: 16 Feb 2024, 10:11 AM ISTAyan Das
রাজ্য পুলিশে ১২,০০০ কনস্টেবল নিয়োগের প্রস্তুতি চলছে। তারইমধ্যে রাজ্য পুলিশে নতুন পদ তৈরি করে ৫২৯ জন সাব-ইনস্পেক্টরকে নিয়োগ করা হবে। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়ে গিয়েছে। তাঁদের রাজ্যের বিভিন্ন থানায় পাঠানো হবে।
রাজ্য পুলিশে ৫২৯টি পদে নিয়োগ করা হবে। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
পশ্চিমবঙ্গ পুলিশে সাব-ইনস্পেক্টর (এসআই) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে ৫২৯টি নয়া সাব-ইনস্পেক্টর শূন্যপদ তৈরি করা হয়েছে। সেই শূন্যপদেই নিয়োগ করা হবে। রাজ্যের মোট ২০২টি থানায় (সাধারণ থানা, বড় থানা এবং সাইবার ক্রাইম থানা মিলিয়ে ২০২টি) তাঁদের নিয়োগ করা হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
যদিও প্রাথমিকভাবে রাজ্য পুলিশে সাব-ইনস্পেক্টর নিয়োগর জন্য শূন্যপদের সংখ্যাটা অনেক বেশি ছিল। যে সংখ্যক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তার দ্বিগুণ শূন্যপদে নিয়োগ তৈরির কথা ছিল বলে নবান্ন সূত্রে খবর। নবান্নের শীর্ষ মহলের দাবি, রাজ্যের বিভিন্ন থানায় নিয়োগের জন্য মোট ১,০৫৮টি নয়া পদ তৈরি করার প্রস্তাব জমা পড়েছিল। কিন্তু শেষপর্যন্ত ১,০৫৮টি পদে নিয়োগের পথে হাঁটেনি রাজ্য সরকার। বরং বিভিন্ন বিষয় বিবেচনা করে ৫২৯টি নয়া সাব-ইনস্পেক্টর শূন্যপদ তৈরির অনুমোদন দেওয়া হয়। আর সেইমতো নবান্নের তরফে ৫২৯টি শূন্যপদে সাব-ইনস্পেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১) সাধারণ থানা: সবথেকে বেশি শূন্যপদ তৈরি করা হয়েছে রাজ্যের সাধারণ থানার জন্য। ১২৭টি থানার জন্য নয়া ৩৫৩টি সাব-ইনস্পেক্টরের পদ তৈরি করা হয়েছে। অর্থাৎ যে ৫২৯ জন সাব-ইনস্পেক্টরকে নিয়োগ করা হবে, তাঁদের মধ্যে ৩৫৩ জনকে পাঠানো হবে সাধারণ থানায়।
২) বড় থানা: বড় থানার জন্য ৫১ জন সাব-ইনস্পেক্টরকে নিয়োগ করা হবে। তাঁদের রাজ্যের বিভিন্ন প্রান্তের ৪০টি থানায় পাঠানো হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।
৩) সাইবার ক্রাইম থানা: রাজ্যের বিভিন্ন সাইবার ক্রাইম থানারও শক্তি বাড়ানো হচ্ছে। যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাইবার অপরাধের ঘটনা বাড়ছে, তখন সাইবার ক্রাইম থানার জন্য ১২৫ জন সাব-ইনস্পেক্টরকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের ৩৫টি থানায় তাঁদের পাঠানো হবে। অর্থাৎ প্রতিটি থানায় গড়ে তিনের বেশি নতুন সাব-ইনস্পেক্টর নিয়োগ করা হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।