ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন ড্রেনেজ ক্যানাল রোডের নামকরণ করা হোক প্রয়াত বিখ্যাত ফুটবলার শৈলেন মান্নার নামে। মঙ্গলবার দিঘা যাওয়ার আগে ডুমুরজলা হেলিপ্যাডে দাঁড়িয়ে এই নির্দেশই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাস্তার দু’পাশ সংস্কার করে স্বনির্ভর গোষ্ঠীর নানা স্টল বসানোরও নির্দেশ দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই এদিন পরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক কাজ সারেন হাওড়া পুরসভা এবং জেলা প্রশাসনের কর্তারা। আজ, বৃহস্পতিবার দিঘা থেকে ফিরে ওই পথে হেঁটে সব দেখলেন মুখ্যমন্ত্রী।
আজ থেকে হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম হয়ে গেল কিংবদন্তি ফুটবলার প্রয়াত শৈলেন মান্নার নামে। বৃহস্পতিবার শৈলেন মান্না সরনির নামে রাস্তার ধারে রাখা ফলকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে কথা দিলে কথা রাখেন এটা তারই আর একটা প্রমাণ। হাওড়াবাসীর দাবি ছিল এটি। যা জমা পড়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। আর সেটাই যাওয়া–আসার পথে করে দিলেন তিনি। একেবারে নিঃশব্দে। দিঘা যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ড্রেনেজ ক্যানাল রোডের নাম বদলে শৈলেন মান্না সরণি করতে বলেছি। যদি হাওড়ায় শৈলেন মান্না রোড নামে অন্য কোনও রাস্তা না থাকে, তাহলে তাঁর এটি নামে রাখা যেতে পারে। এই রাস্তার দু’পাশ সংস্কার করে স্বনির্ভর গোষ্ঠীর জন্য দোকান করে দিতে বলেছি।’
আরও পড়ুন: নতুন বছরের শুরুতেই বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শাহী সফরের নেপথ্য কারণ কী?