মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্ত লাগোয়া জলঙ্গিতে বন্দুক বিক্রি করেত এসে গ্রেফতার দুই। জলঙ্গির কীর্তনীয়াপাড়া ঘূর্ণিপাড়ায় গত ১৯ জুলাই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। কাদের বা কাকে সেই অস্ত্র বিক্রি করতে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। মুর্শিদাবাদে বিগত দিনে সীমান্তপার পাচার বেড়েছে। এই আবহে এই বন্দুক এপারের পাচারকারীরা কিনতে চেয়েছিল নাকি এই বন্দুকও পাচার হত, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। এদিকে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম বিশ্বজিৎ বর্মণ এবং শম্ভু বর্মণ। তাঁরা দু'জনেই কোচবিহারের তুফানগঞ্জ থানার ভেলকোপা পার্ট-১ এলাকার বাসিন্দা। (আরও পড়ুন: বসিরহাট থেকে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র সহ গ্রেফতার বাংলাদেশি তরুণী)
আরও পড়ুন: 'আমার মেয়েও শহিদ…', ২১ জুলাইয়ের আগে মমতাকে বার্তা আরজি করের নির্যাতিতার বাবার
জানা যায়, বিশ্বজিৎ এবং শম্ভু গাড়ি চালিয়ে উত্তরবঙগ থেকে এসেছিল জলঙ্গি। তাদের থেকে ২টি পাইপগান ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। রিপোর্ট অবুযায়ী, গোপন সূত্রে খবর পেয়ে কয়েকজন পুলিশকর্মীকে নিয়ে জলঙ্গির কীর্তনীয়াপাড়া ঘূর্ণিপাড়ায় অভিযান চালান থানার ওসি দীপক হালদার। সেই সময় গাড়িটি নজরে পড়ে পুলিশের। সেটিকে থামিয়ে আরোহীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেই সময় তাদের বয়ানে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। তখন তাদের তল্লাশি করা হয়। উদ্ধার হয় বন্দুক ও গুলি। গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহনের ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার দুই অস্ত্র বিক্রেতাকে বহরমপুরে আদালতে পেশ করা হয়। (আরও পড়ুন: উত্তরবঙ্গের মন জয়ে একুশের মঞ্চে তৃণমূলের 'হাতিয়ার' NRC নোটিশ পাওয়া ব্রজবাসী?)
আরও পড়ুন: ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কলকাতায় 'তৃণমূলের বাংলাদেশি নেত্রী'!
এদিকে ১৯ জুলাই অপর এক ঘটনায় মুর্শিদাবাদে ধরা পড়ল এক গরু পাচারকারী। রিপোর্ট অনুযায়ী, ১৯ জুলাই মুর্শিদাবাদের বোয়ারঘাট সীমান্ত ফাঁড়ি এলাকায় সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বিএসএফের ৭১ নং ব্যাটেলিয়নের জওয়ানরা। জানা গিয়েছে, গেরিলা অভিযান চালিয়ে এক পাচারকারীকে ধরেছে বিএসএফ। সঙ্গে ১১টি গরু উদ্ধার করেছে বিএসএফ। জানা গিয়েছে, ধৃত পাচারকারী ভারতীয় নাগরিক। এদিকে উদ্ধার হওয়া গরুগুলিকে ধ্যান ফাউন্ডেশনের কাছে দেওয়া হয়।