পঞ্চায়েত নির্বাচন এখন আসন্ন। তার আগে নানা জেলা থেকে বোমা-অস্ত্র উদ্ধার হতে শুরু করেছে। সদ্য ইসলামপুরে বোমার আঘাতে সিভিক ভলান্টিয়ার মারা গিয়েছেন। আবার তার পরের দিনই গুলিবিদ্ধ হন তৃণমূল কংগ্রেস নেতা। এবার আবার পাড়ুই থানা এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা বোমা। শুক্রবার রাতে তিন ড্রাম তাজা বোমা উদ্ধার করে পারুই থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
কয়েকদিন আগেই বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল বীরভূমের এই এলাকা। বীরভূমের পাড়ুই থানা এলাকার ভেরামারি গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বাড়িতে মজুত ছিল বোমা বলে অভিযোগ। আর সেই বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। তাঁর বাড়ির বাথরুমে বোমাগুলি মজুত ছিল বলে অভিযোগ। ওই বোমা বিস্ফোরণে জখম হয় দু’জন। এবারও একটি বাড়ি থেকে ড্রাম ভরতি বোমা উদ্ধার করা হয়। সেই বাড়িটি তৃণমূল কংগ্রেসকর্মীর কিনা তা জানা যায়নি।
স্থানীয় সূত্রে খবর, এদিকে কয়েকদিন আগেই এই গ্রামেই তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে যে বিস্ফোরণের হয়েছিল তাতে উড়ে গিয়েছিল তাঁর বাড়ির চাল। এবার নতুন করে বোমা উদ্ধার হওয়ায় আতঙ্কে ভুগছেন বাসিন্দারা। আবার মুর্শিদাবাদের নওদায় গতকাল বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে একজনের। তবে পুলিশ সূত্রে খবর, বীরভূমে তিনটি ড্রাম ভরতি বোমা উদ্ধার হয়েছে। তাতে আনুমানিক ৩০টির বেশি তাজা বোমা রয়েছে। সব বোমাগুলিকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত চলছে।