অবশেষে প্রবীণ বাম নেতাকে নিগ্রহে অভিযুক্ত মেদিনীপুরের দলীয় কাউন্সিলর বেবি কোলেকে বহিষ্কার করল তৃণমূল। সোমবার শহরে দলীয় অনুষ্ঠানে গিয়ে একথা জানিয়েছেন দলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। বেবি কোলেকে আগেই শো কজ করেছিল তৃণমূল। সেই শো কজের জবাব গ্রহণযোগ্য মনে না হওয়ায় তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গিয়েছে।গত সোমবার মেদিনীপুরের খড়িদা এলাকায় বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধর করেন বেবি কোলে। প্রাণ বাঁচাতে বৃদ্ধ অনিলবাবু একটি রংয়ের দোকানে আশ্রয় নিলে সেখানে ঢুকে তাঁকে লক্ষ্য করে রংয়ের কৌটো ছুড়ে মারেন বেবি কোলে। ফের তাঁকে মারধর করেন মেদিনীপুর শহরের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এলে রাজ্যজুড়ে শোরগোল শুরু হয়। আক্রান্ত অনিল দাস বলেন, বেবি কোলে জমি দখল করছিলেন। তার বিরুদ্ধে থানার দ্বারস্থ হওয়ায় আক্রান্ত হয়েছেন তিনি। চারিদিকে সমালোচনার মুখে বেবি কোলেকে শো কজ করে তৃণমূল। শো কজের জবাবে তৃণমূলের ওই কাউন্সিলর জানান, তাঁকে আগে আক্রমণ করেছিলেন অনিলবাবু। আত্মরক্ষার স্বার্থে পালটা হামলা করেছেন তিনি।সোমবার মেদিনীপুরে গিয়ে জয়প্রকাশ মজুমদার জানান, রাজ্য সভাপতি সুব্রত বক্সি বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করেছেন। এব্যাপারে বেবি কোলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।