পথ দুর্ঘটনা এড়াতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রাজ্যজুড়ে চলছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি। তার মধ্যেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ট্র্যাফিক গার্ডের ওসির। মৃত ওসির নাম রাজকুমার কর্মকার। বয়স আনুমানিক ৫০ বছর। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘি থানা এলাকায়। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয়েছে রাজকুমারের। ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন: রাতের রাস্তায় পুলিশের টহলদারি গাড়িতে ধাক্কা ট্রাকের, মৃত্যু SI, এনভিএফ কর্মীর
জানা গিয়েছে, এদিন জাতীয় সড়কের মোড়গ্রাম অংশে ছোট দুর্ঘটনার পর একটি লরি বিকল হয়ে পড়ে। রাস্তায় আটকে থাকা সেই লরি ঘিরে তৈরি হয় বিশাল যানজট। সাধারণ মানুষের চলাচল ব্যাহত হতে শুরু করে। এই অবস্থায় যান চলাচল স্বাভাবিক করতে রাত ন'টা নাগাদ ওসি রাজকুমার কর্মকার ঘটনাস্থলে যান আরও কয়েকজন পুলিশকর্মীকে নিয়ে। একটি রিকভারি ভ্যানও সঙ্গে ছিল। মূল উদ্দেশ্য ছিল, বিকল লরিটিকে সরিয়ে রাস্তাকে ফাঁকা করা। কাজ চলছিল স্বাভাবিকভাবেই। কিন্তু আচমকাই ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎই একটি ডাম্পার দ্রুত গতিতে এসে ধাক্কা মারে খারাপ হয়ে থাকা লরিটিকে। সেই ধাক্কার তীব্রতায় ওসি রাজকুমারবাবু সজোরে ছিটকে পড়েন ও গুরুতর আহত হন।
তাঁকে সঙ্গে সঙ্গেই জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।বহরমপুরের বাসিন্দা রাজকুমার কর্মকার দীর্ঘদিন ধরে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। বিশেষ করে ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও সচেতনতামূলক প্রচারে ছিলেন সক্রিয়।তাঁর অকালপ্রয়াণে মর্মাহত জঙ্গিপুর পুলিশ জেলা। সহকর্মীরা কেউই বিশ্বাস করতে পারছেন না, যে মানুষটি এতটা দায়িত্বশীলভাবে কাজ করতেন, তিনিই এভাবে চলে গেলেন কর্তব্যরত অবস্থায়। ঘটনার পর সাগরদিঘি থানার পুলিশ সেই ডাম্পার সহ সংশ্লিষ্ট সব গাড়িকে আটক করেছে। তবে চালক পলাতক। পালিয়ে যাওয়া চালকের খোঁজে তল্লাশি চলছে জোরকদমে।।এই দুর্ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কর্তব্যপালনের সময় পুলিশকর্মীরাই নিরাপদ নন।