পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণের আগে জেলায় জেলায় বিরোধীদের প্রার্থীদের বাড়িতে সাদা থান পৌঁছে দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ভোট মিটতে সাদা থান পাওয়া গেল তৃণমূলকর্মীর বাড়িতে। মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে। ঘটনায় আতঙ্কিত তৃণমূল কর্মী তরুণ জানা। কে বা কারা এই কাজ করেছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।নারায়ণপুরের বাসিন্দা পেশায় বাস কনডাক্টর তরুণবাবু পঞ্চায়েত ভোটে স্থানীয় তৃণমূল প্রার্থী চৈতালি বৈরাগীর হয়ে প্রচুর খাটাখাটনি করেছেন। ভোটে জিতেছেন চৈতলি দেবী। মঙ্গলবার সকালে কাজে বেরনোর আগ্নে স্নান করতে গিয়েছিলেন তরুণবাবু। ফিরে এসে দেখেন, বারান্দায় কলাপসেবল গেটের ফাঁক দিয়ে কেউ ফেলে গিয়েছে একটি সাদা থান, ফুলের মালা ও শ্মশানের চিতার একটি ছবি। এর পর খবর পৌঁছয় থানায়। পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান।তরুণবাবুর দাবি, ‘আমি সক্রিয় রাজনীতি করি। পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করেছি। কিন্তু তাই বলে কেউ আমাকে খুনের হুমকি দেবে সেকথা ভাবতে পারি না। আমার মনে হয় হারের আক্রোশে বিরোধী দলের কোনও কর্মী এই কাজ করেছেন’। তৃণমূলের দাবি, এর পিছনে বিরোধীদের হাত রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।বিজেপির দাবি, এর সঙ্গে তাদের কোনও যোগ নেই। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।