চিটফান্ড কাণ্ডে গ্রেফতার করা হয়েছে হালিশহর পুরসভার পুরপ্রধান রাজু সাহানি–কে। সিবিআই তাঁকে গ্রেফতার করেছে। এখন তিনি পাঁচদিনের সিবিআই হেফাজতে রয়েছেন। এবার আবার হালিশহরে হানা দিয়েছে সিবিআই টিম। আজ, রবিবার সকালেই সিবিআইয়ের দুটো টিম বেরিয়ে পড়ে। ইতিমধ্যেই একটি টিম বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে গিয়েছে। তা নিয়ে জোর সমালোচনা করেছেন দমদম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়।
ঠিক কী বলেছেন সৌগত রায়? আজ, রবিবার সুবোধ অধিকারী বাড়িতে সিবিআই অভিযান নিয়ে সৌগত রায় বলেন, ‘সিবিআই তাদের কাজ করছে। আমরা আমাদের কাজ করব। সিবিআই এখনও পর্যন্ত কিছু প্রমাণ করতে পারছে না। এখানে ওখানে রেড করছে। একে তাকে অ্যারেস্ট করছে। এ তো পরে প্রমাণ হবে কে দোষী বা নির্দোষ। আমরা তো বলছি কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তারা সিবিআই–ইডিকে ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশে। বিপক্ষদের দাবিয়ে রাখতে। সুবোধ অধিকারী তো কম অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যেতে হচ্ছে ইডি অফিসে। তবে এই সবে কিছু হবে না। যে দোষ করেছে শাস্তি পাবে। আর যে দোষ করেনি মুক্ত হবে। একইসঙ্গে মানুষ আমাদের সঙ্গে থাকবে।’
দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসকে বস্তির পার্টি বলেছেন। আপনি কী বলবেন? দিলীপ ঘোষের বস্তি কালচার মন্তব্য প্রসঙ্গে বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস সাংসদ বলেন, ‘দিলীপ ঘোষ একটা মানুষের মনুষ্য পদবাচ্য নয়। মনুষ্যত্বহীন একটা প্রাণী। অশিক্ষিত ক্লাস এইট পর্যন্ত পড়া এবং আরএসএস করা দিলীপ ঘোষের কোনও মন্তব্যের কোনও জবাব আমরা দেব না।’