
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
গুঞ্জনের অবসান শেষ হয়ে যেন হল না। এটাই বোধহয় রাজনীতির ট্র্যাজেডি। ২৯ জানুয়ারি অমিত শাহের সভা ছিল পূর্ব মেদিনীপুরের মেচেদাতে। আর সেদিনই বিজেপিতে যোগদান করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর। সূত্রের খবর তেমনই ছিল। কিন্তু বাতিল হয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর। রবিবার তাঁর কলকাতায় আসার কথা ছিল। সোমবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা করারও কথা ছিল। কিন্তু বিশেষ পরিস্থিতিতে আগামী ২৯ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভা হচ্ছে না।
আর তাই সেই সভা যখন হচ্ছে না তখন যোগদানও করা যাচ্ছে না। এটাই রাজনীতির ট্র্যাজেডি। এতদিনের গুঞ্জন এভাবে তীরে এসে তরী ডুববে কে জানত। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছিল সেটা বৃথা গেল। সূত্রের খবর, এই সভাতেই দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের কথা চূড়ান্ত ছিল। আর তারপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে তমলুক থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। সেটা আপাতত হল না। কবে ঘটবে এই ঘটনা? তারিখ পিছিয়ে গেল। কিন্তু চূড়ান্ত হয়নি তারিখ। গেরুয়া শিবিরে যোগদানের বিষয়ে একবার প্রশ্ন করা হলে দিব্যেন্দু অধিকারী জানান, সময় কথা বলবে। কিন্তু সেই সময় তো হয়েও হল না!
এদিকে বিহারে রাজনৈতিক ডামাডোল দেখা দিয়েছে। দেড় বছরের মাথায় আবার নয়া ক্লাইম্যাক্স। ‘মহাগঠবন্ধন’ ছেড়ে ফের বিজেপির সহযোগী হতে পারেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলে সূত্রের খবর। নীতীশ যদি আবার এনডিএ জোটে ফিরে আসেন, তা হলে আপত্তি নেই বিজেপির শীর্ষ নেতাদের। রবিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন নীতীশ কুমার। রবিবার সকালে জেডি (ইউ) পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন নীতীশ কুমার। তারপর আবার সোমবার বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি। বিহারে এই রাজনৈতিক পরিস্থিতির কারণে অমিত শাহের বাংলা সফর পিছিয়ে দেওয়া হয়েছে। তখন দিব্যেন্দু অধিকারী যোগ দিতে পারেন।
আরও পড়ুন: কে বিচারপতি সৌমেন সেন? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংঘাতে নয়া তথ্য
অন্যদিকে গত দু’বছর ধরে দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে দিব্যেন্দু অধিকারীর কোনও সম্পর্ক নেই। ২২ জানুয়ারি সস্ত্রীক রামের আরাধনা করেন দিব্যেন্দু অধিকারী। বিজেপি আয়োজিত সেই পুজো মণ্ডপে রাজ্য, কেন্দ্র এবং জেলা স্তরের বিজেপি নেতাদের সঙ্গে গেরুয়া বসন এবং তিলক লাগিয়ে আড্ডা দিতে দেখা যায় দিব্যেন্দু অধিকারীকে। জয় শ্রীরাম ধ্বনিও দেন। তখনই জানা যায়, দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা। সেটা যে অপেক্ষাতেই থেকে যাবে কেউ জানতেন না। দিব্যেন্দু অধিকারী সেদিন বলেন, ‘হানাহানি হিংসা–বিদ্বেষ বন্ধ হোক। দেশ আরও এগিয়ে যাক।’ আর তৃণমূল কংগ্রেসের মিছিল নিয়ে বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে করুক। সকলের অধিকার আছে।’
৳7,777 IPL 2025 Sports Bonus