ফের একবার পশ্চিমবঙ্গের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামার ডাক দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ার রামরাজাতলায় এক অনুষ্ঠানে যোগদান করে তিনি হিন্দুদের জীবনপণ করে লড়াইয়ে নামার ডাক দেন তিনি। তিনি বলেন, ফিরহাদ হাকিম বলেছেন, আমাদের ৫০ শতাংশ পার করতে হবে। শুভেন্দুর প্রশ্ন, ৫০ শতাংশ পেরিয়ে যাওয়ার পরে সংবিধান চলে? সেকুলারিজম চলে? চলে না। তখন শরিয়া কানুন চলে।এদিন রাজ্যের বিরোধী দলনেতা বলেন, ‘নতুন নতুন জায়গায় হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে। শুধু ভাণ্ডারা আর ভাষণ দিয়ে এই আক্রমণ রোখা যাবে না। প্রতিরোধ করতে হবে। ঝুঁকি থাকবে। আত্মবলিদানের সম্ভাবনাও থাকবে। কিন্তু আমাদেরকে এগিয়ে আসতে হবে। এটা আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই।’এর পরই ফিরহাদ হাকিমের বক্তব্যকে বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘ফিরহাদ হাকিমের মতো রাজ্য মন্ত্রিসভার সদস্য শাসকদলের প্রভাবশালী নেতা বলছেন, আমরা এখন ৩৩ শতাংশ। তার মানে উনি দায়িত্ব নিয়ে বলছেন? বলছেন, এই সংখ্যা ৫০ পার করাতে হবে। ৫০ পার করালেই আমাদের রাজত্ব কায়েম হবে। ঠিকই বলেছেন। এখনও যে হিন্দুরা রাজনীতির নামে, চাওয়া - পাওয়ার নামে, চাকরি বাঁচানোর নামে, দোকান খোলার নামে ভাগাভাগি হয়ে আছেন তারা শুনে রাখুন, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ যা দেখছেন আগামী দিনে এই বাংলায় দেখতে হবে আপনাদের। ৫০ শতাংশ পেরিয়ে যাওয়ার পরে সংবিধান চলে? সেকুলারিজম চলে? চলে না। তখন শরিয়া কানুন চলে।’