গভীর রাতে ঘরে ঢুকে বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে। সম্ভ্রম বাঁচাতে যুবকের লিঙ্গ ব্লেড দিয়ে চিরে দিলেন মহিলা। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার। এই ঘটনায় যুবকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন মহিলা।
আরও পড়ুন - আরজি করের 'ছায়া' কলকাতা মেডিক্যালে, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
পড়তে থাকুন - SC-তে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি রাজ্য, সাগর দত্ত কাণ্ডে বিস্ফোরক ডাক্তাররা
হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বাসিন্দা ওই মহিলা অভিযোগপত্রে পুলিশকে জানিয়েছেন। কয়েক বছর আগে তাঁর স্বামী মারা যান। এর পর ৩ সন্তানকে নিয়ে কাঁথা সেলাই করে সংসার চালান তিনি। থাকেন ছোট্ট একটা ঘরে। রবিবার রাতে সেখানেই তিন সন্তানকে ঘুমিয়ে ছিলেন তিনি। গভীর রাতে ঘরে ঢোকে প্রতিবেশী এক যুবক। ঘুমের মধ্যেই তাঁকে ধর্ষণের চেষ্টা করে সে। যুবককে বাধা দিয়ে বিছানার পাশে রাখা একটি ব্লেড দিয়ে তাঁর গোপনাঙ্গ চিরে দেন তিনি। এর পর আর্তনাদ করতে করতে পালিয়ে যায় যুবক।
সোমবার হরিশ্চন্দ্রপুর থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
আরও পড়ুন - কীভাবে হামলা চালাল রোগী পরিবার? সাগর দত্তের নিরাপত্তা সংস্থাকে শোকজ
মহিলা জানিয়েছেন, যুবক আমার প্রতিবেশী। আমার স্বামী মারা গিয়েছে। রাতে ও জোর করে ঘরে ঢোকে। এর পর আমাকে চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। আমি বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। কোনও ভাবে ওকে বাগে আনতে না পেরে হাতের কাছে থাকা ব্লেড চালিয়ে দিই। ব্লেড লাগে ওর গোপনাঙ্গে। এর পর পালিয়ে যায় সে।