Tab Money Scam Probe: ট্যাব দুর্নীতির তদন্তে সামনে এল চোখ ছানাবড়া করে দেওয়া 'জিনিস', হতবাক আধিকারিকরা
1 মিনিটে পড়ুন Updated: 12 Nov 2024, 07:27 AM ISTপড়ুয়াদের ট্যাবের জন্যে বরাদ্দ টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। এই অভিযোগের তদন্তে নেমে হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর স্কুলে সামনে এল অবাক করে দেওয়া ‘জিনিস’। যা দেখে চোখ কপালে উঠেছে প্রশাসনিক আধিকারিকদের। এর তদন্তে নেমেছে পুলিশ।
