রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে বেলাগাম আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার উত্তর ২৪ পরগনার বাগদায় এক জনসভায় রাজীব সিনহাকে মমতার পোষা মাতাল বলে কটাক্ষ করেন তিনি। রাজ্যে শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচন করাতে বিচারব্যবস্থা হস্তক্ষেপ করবে বলে আশাপ্রকাশ করেন তিনি।এদিন শুভেন্দুবাবু বলেন, ‘এই নির্বাচন কমিশনার মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য। একটা মাতাল। এ হচ্ছে তৃণমূলের শাখা সংগঠন। সোমবার কলকাতা হাইকোর্টে চূড়ান্ত শুনানি, মহামান্য বিচারপতি গোটা ব্যবস্থাপনা নিয়ে নির্দেশিকা দেবেন। পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচাতে আমরা আশাকরি বিচারব্যবস্থা এগিয়ে আসবে এবং রক্তপাতহীন অবাধ নির্বাচনের জন্য তাঁরা হস্তক্ষেপ করবেন। এই নির্বাচন কমিশন মানেই তৃণমূল। আর তৃণমূল মানেই নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত কাজ হচ্ছে। প্রতিটা নির্দেশিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হোয়াটসঅ্যাপে যাচ্ছে। আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না, পশ্চিমঙ্গের গণতন্ত্রকে কোথায় গিয়েছে এই পিসি-ভাইপো পরিবাবের কোম্পানি। ’বলে রাখি, শনিবার কমিশনের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে বুথে কোনও কেন্দ্রীয় বাহিনী থাকবে না। কেন্দ্রীয় বাহিনী নাকা চেকিং ও আন্তরাজ্য ও আন্তর্জাতিক সীমান্ত পাহারার কাজে থাকবে। রাজ্য নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিরোধীর।