দিন কতক আগে ইমামদের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে তোপ দেগেছিলেন মুর্শিদাবাদের হিংসার জন্যে। বার্তাসংস্থা এএনআই-এর এক রিপোর্টকে উদ্ধৃত করে মমতা দাবি করেছিলেন, হিংসা ছড়িয়েছে বিদেশি জঙ্গিরা। উল্লেখিত রিপোর্টে দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় সরকার নাকি এই হিংসার নেপথ্যে বিদেশি জঙ্গিদের প্ররোচনার কথা জানতে পেরেছে। এই আবহে মুখ্যমন্ত্রী বিএসএফকে তোপ দেগে বলেছিলেন, সীমান্তরক্ষী বাহিনীই সেই সব জঙ্গিদের মুর্শিদাবাদে ঢুকতে এবং হিংসার পর বেরিয়ে যেতে 'সাহায্য' করেছে। আর এবার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করলেন, মুর্শিদাবাদের হামলাকারীরা স্থানীয়। (আরও পড়ুন: 'পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলেছে আন্তর্জাতিক ষড়যন্ত্রে', বিস্ফোরক বঙ্গ BJP সাংসদ)
আরও পড়ুন: দেশে ধর্মীয় যুদ্ধ উস্কে দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট দায়ী, দাবি বিজেপি সাংসদের
আজ বার্তাসংস্থা এএনআই-কে সুকান্ত বলেন, 'মুর্শিদাবাদের মহিলারা এলাকায় একটি স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানাচ্ছেন... মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল বারবার বলছে যে সহিংসতা বহিরাগতদের দ্বারা প্ররোচিত হয়েছিল, কিন্তু স্থানীয়রা বলছে যে অপরাধীরা স্থানীয় ছিল। একজন হিন্দু শিক্ষকের বাড়িতে তাঁরই ছাত্ররা ভাঙচুর করেছে... পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ; যতটুকু শান্তি আছে, তা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির কারণে। কেন্দ্রীয় বাহিনী সরিয়ে নেওয়ার সাথে সাথেই পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যেতে পারে... হিন্দুরা বাংলা থেকে দেশান্তরিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থীরা হিন্দুদের বোকা বানাতে থাকেন এবং পটভূমিতে ইসলামী মৌলবাদ অব্যাহত থাকে।' (আরও পড়ুন: লাভ জিহাদের অভিযোগে মধ্যপ্রদেশে দুই সম্প্রদায়ের সংঘর্ষ, আগুন জ্বলল বাড়ি-দোকানে)
আরও পড়ুন: দুই আইএসআই জঙ্গি মডিউলের পর্দাফাঁস, গ্রেফতার এক নাবালক সহ ১৩ জঙ্গি