পারিবারিক অশান্তি এবার চরমে পৌঁছে গেল। মদ্যপ জামাইবাবু দিদিকে বেদম মারছে বলে অভিযোগ। তখন এই পরিণতি দেখে বাঁচাতে যায় শ্যালক। আর তখনই শ্যালকের কানে কামড় দিয়ে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে জামাইবাবু বলে অভিযোগ। তাতে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। এমনকী শ্যালককে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে জামাইবাবু বলে অভিযোগ উঠেছে। আজ, শনিবার সোনারপুরের নোয়াপাড়া আনন্দপল্লির এই ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়েছে। আক্রান্ত শ্যালক রাজা শ্রীবাস্তব এই ঘটনায় সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি।
স্থানীয় সূত্রে খবর, দিদিকে এভাবে মদ্যপ অবস্থায় জামাইবাবু মারছিল দেখেই বাঁচাতে যায় ভাই। তাতেই এমন আক্রমণ নেমে আসে তাঁর উপর। সোনারপুরের আনন্দপল্লির মালিপাড়ার বাসিন্দা সৌরভ সেন। স্ত্রী সুস্মিতা শ্রীবাস্তব। আর তাঁদের পাশেই থাকতেন সুস্মিতার ভাই রাজা শ্রীবাস্তব। জামাইবাবু সৌরভ সেন রোজ মদ্যপান করে বাড়ি ফিরত আর গোলমাল করত বলে অভিযোগ। আর মদ্যপ অবস্থাতেই স্ত্রীর উপর অত্যাচার করত সৌরভ বলে অভিযোগ। বারবার বুঝিয়েও কোনও লাভ হয়নি। গতকাল রাতে অশান্তি চরমে ওঠে। স্ত্রীকে সুস্মিতাকে স্বামী সৌরভ বেধড়ক মারধর করতে থাকে বলে অভিযোগ। দিদির কান্নার শব্দ পেয়ে ছুটে যান ভাই রাজা। তখনই তাঁর কান কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়।
আরও পড়ুন: আইপিএল ম্যাচের দিনে ইডেন গার্ডেন্স চত্বরে যানবাহন নিয়ন্ত্রণ বিধি, জানুন ট্রাফিক আপডেট
এই অবস্থায় দিদিকে বাঁচানোর চেষ্টায় করলে জামাইবাবু শ্যালকের কানে কামড় বসিয়ে ছিঁড়ে ফেলতে গেলে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। এমনকী শ্যালক রাজাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ারও চেষ্টা করেন মদ্যপ জামাইবাবু। গুরুতর আহত হন শ্যালক রাজা। রাতেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর শনিবার সকালে ওই শ্যালক জামাইবাবুর বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। এই ঘটনায় এখন আতঙ্কে ভুগছে রাজা ও তাঁর পরিবার। দীর্ঘদিন ধরে সৌরভের অত্যাচার সহ্য করার পর এবার আইনি পথে ঝামেলা মেটানোর সিদ্ধান্ত নিয়েছেন শ্রীবাস্তব পরিবার। পরিবারের সদস্যদের বক্তব্য, অভিযুক্ত কঠোর শাস্তি যাতে পায় তার ব্যবস্থা করা হচ্ছে।