আগামীকাল রবিবার শিলিগুড়িতে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল। আর এই উৎসব শিলিগুড়ির সেবক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত রাস্তা জুড়ে হবে। দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। এখানের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মূল মঞ্চ করা হয়েছে এয়ারভিউ মোড় তথা মহাত্মা গান্ধী চকে। যা শিলিগুড়ির ব্যস্ততম রোডের মধ্যে অন্যতম। আর তার জেরে এই রাস্তা এবং আরও কিছু রাস্তা বন্ধ রাখা হবে বলে সূত্রের খবর। সুতরাং সাধারণ মানুষজন এই পথ ধরে যাতায়াত করতে পারবেন না।
এই বর্ণাঢ্য অনুষ্ঠান নিয়ে এখন ব্যস্ত আয়োজকরা। খাওয়া–নাওয়ার সময় নেই। তবে এদিনের জন্য সেবক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সড়কের নাম দেওয়া হয়েছে ‘হ্যাপি স্ট্রিট’ অর্থাৎ খুশির পথ। এই তরাই হিমালয়ান ফেস্টিভ্যাল উপলক্ষ্যে রাস্তার একপাশে থাকবে প্রায় ৩০ রকমের নানা স্টল। সেখানে যেমন খাবার বিক্রি হবে তেমনি এই স্টলগুলি থেকে জামাকাপড়, প্রসাধনী এবং বই–সহ একাধিক সামগ্রী মিলবে। স্টল সাজানো থাকবে এই হ্যাপি স্ট্রিটে। রবিবার দুপুর ১২টা থেকে ফেস্টিভ্যাল শুরু হবে এবং শেষ হবে রাত ১০টা নাগাদ। আর এখানে নানা অনুষ্ঠানের মধ্যে রয়েছে ডগ শো, ছোট বাচ্চাদের ফ্যাশন শো, জুম্বা–সহ আরও অনেক কিছু। এয়ারভিউ তথা মহাত্মা গান্ধী চকের মূল মঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুন: বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ‘লিংক ম্যান’ গ্রেফতার, শিলিগুড়িতে অপারেশন সফল
ইতিমধ্যেই তরাই হিমালয়ান ফেস্টিভ্যালের অনুষ্ঠানে পাহাড় থেকে সমতলের সব জায়গার শিল্পীরা–সহ প্রচুর মানুষ আসবেন বলে আশাবাদী জেলা প্রশাসন। তাই এখন থেকেই আলোর রোশনাইয়ে মুড়ে ফেলা হয়েছে পথঘাট। এদিকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই হোর্ডিং, ফেস্টুন, ব্যানার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা শহরকে। শেষ মুহূর্তের কাজ চলছে এখন জোর কদমে। আর এই উৎসবকে নিয়েই শুক্রবার রাতে রুট ম্যাপ ঘোষণা করে দিয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তাতেই জানা যাচ্ছে, মানুষের ভিড় এবং অনুষ্ঠান উপলক্ষ্যে বন্ধ থাকবে সেবক মোড় থেকে এয়ার ভিউ মোড় পর্যন্ত রাস্তা।