নববর্ষের দিন থেকে বিশেষ চমক দেখা যাচ্ছে সিকিমে। বাংলার নতুন বছরের প্রথম দিনেই উত্তর সিকিমের নানা অংশে হঠাৎ করে শুরু হয়ে যায় তুষারপাত। বিশেষ করে ছাঙ্গু লেকের সংলগ্ন জায়গায় বরফে মুড়েছে প্রকৃতি। আর সেই অনির্বচনীয় দৃশ্য দেখে মুগ্ধ পর্যটকরা। অনেকেই এই দৃশ্যের ছবি এবং ভিডিয়ো স্মার্টফোনে তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছে। তার জেরে ভাইরাল হয়ে গিয়েছে। বাংলায় এখন গরম পড়লেও সেভাবে কালবৈশাখী বা বৃষ্টি ভালরকম হয়নি। তাই গরম থেকে কিছুতেই রেহাই মিলছে না। এই কারণে কমবেশি এখন সকলেরই গন্তব্য দার্জিলিং বা সিকিম। তবে যাঁদের গন্তব্য এখন সিকিম বা ইতিমধ্যেই সেখানে রয়েছেন তাঁরা উপভোগ করছেন তুষারপাত।
এদিকে এখন সিকিমে ছুটি কাটাতে অনেকেই ভিড় করেছেন। তার উপর অনেকে ছকে ফেলেছেন পরিকল্পনা যে, ছেলে–মেয়েদের গরমের ছুটিতে উত্তরবঙ্গে আসবেন। তখন অবশ্য কতটা তুষারপাত দেখা যাবে সেটা নিয়ে সংশয় রয়েছে। এখন যাঁরা গিয়েছেন তাঁরা উপভোগ করতে পারছেন তুষারপাত। এটা যেন ঘুরতে এসে বাড়তি পাওনা হয়ে উঠেছে ভ্রমণপিপাসুদের কাছে। যখন কলকাতা, উত্তরবঙ্গ–সহ সমতলের বহু জায়গার তাপমাত্রা উর্দ্ধমুখী তখন সিকিমের ঠাণ্ডার সঙ্গে বরফ পর্যটকদের কাছে বড় স্বস্তির অনুভূতি এনে দিয়েছে।
আরও পড়ুন: ব্রিগেড সমাবেশের বক্তা তালিকায় জায়গা পেল না মীনাক্ষী, ভিড় টানতে রসনাতৃপ্তির মেনু
অন্যদিকে সিকিমের নাথু লা থেকে শুরু করে বাবামন্দির, কালাপাথর, ছাঙ্গুতে ব্যাপক মাত্রায় তুষারপাত হচ্ছে। আর তাতে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে পর্যটকদের গাড়ি বরফে আটকে গিয়েছে। আর হঠাৎ এই আবহাওয়া পরিবর্তনের প্রভাব পড়েছে ছাঙ্গু লেকের রাস্তায়। পর্যটক বোঝাই গাড়ির লম্বা লাইন চোখে পড়ছে সেখানে। ডুয়ার্স অঞ্চলেও বিকেলের দিকে মেঘলা আকাশ দেখা গিয়েছে। মেঘ গুড়গুড় করে উঠেছে নানা জায়গায়। তার মধ্যেই সিকিমে তুষারপাত বাড়তি মাত্রা যোগ করেছে। বাংলার নতুন বছরের শুরু থেকে এক দারুণ বাতাবরণ এনে দিয়েছে পর্যটকদের জন্য। ১৭ এপ্রিল থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী তুষারপাতের জেরে শতাধিক যানবাহন এবং পর্যটক আটকে পড়েছেন নাথু লা, ছাঙ্গুতে।