সিবিআইয়ের হাতে মামলা হস্তান্তর করছে না রাজ্য পুলিশ। তার জেরে জামিন পাচ্ছেন না সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। আদালতে সওয়াল করে এমনই জানালেন সুদীপ্ত সেনের আইনজীবী। তবে তার পরেও সরকারি আইনজীবীর বিরোধিতায় মিলল না জামিন। মঙ্গলবার চুঁচুড়া আদালতে শুনানির পর সুদীপ্ত – দেবযানীকে আবার ফিরতে হল জেলেই।
হুগলির পোলবায় গ্লোবাল মোটরস কারখানার কর্মীদের পিএফ পরিশোধ না করায় সুদীপ্ত সেনের বিরুদ্ধে দায়ের হয়েছিল মামলা। এছাড়া ২০১৩ সালে সারদার এক এজেন্ট চন্দননগর থানায় সুদীপ্ত সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন। মঙ্গলবার এই ২ মামলায় সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। সেখানে সুদীপ্ত সেনের আইনজীবী মৃন্ময় মজুমদার সওয়াল করেন, এই ২টি মামলা সিবিআইকে হস্তান্তর করছে না রাজ্য সরকার। যার ফলে সুদীপ্ত সেন জামিন পাচ্ছেন না। ১০ বছর ধরে বিনা বিচারে তিনি জেলবন্দি। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্বেও মামলা হস্তান্তরে গরিমসি করছে রাজ্য।
পালটা সওয়ালে সরকারি আইনজীবী বলেন, ‘শুধুমাত্র হুগলি জেলা থেকেই ৫০ কোটি টাকার বেশি তছরূপের অভিযোগ রয়েছে সুদীপ্ত সেনের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন জায়গায় সম্পত্তি কেনা রয়েছে তাঁর। সুদীপ্ত সেনকে জামিন দিলে সেই সব সম্পত্তি তিনি বিক্রি করে দিতে পারেন। যার ফলে আমানতকারীদের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা নির্মূল হয়ে যাবে। এত বড় প্রতারণায় অভিযুক্তকে জামিন দেওয়া উচিত নয়।’
সওয়াল জবাব শুনে সুদীপ্ত ও দেবযানীর জামিনের আবেদন খারিজ করেন বিচারক। সম্প্রতি একাধিক আদালতে তাঁর বিরুদ্ধে থাকা মামলায় জামিন পেয়েছেন সুদীপ্ত সেন। কিন্তু জামিনের বন্ডের টাকা জমা দিতে পারেননি তিনি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক