সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর পরিবারের হাতে চিকিৎসকদের হেনস্থার ঘটনার আবহে এবার সামনে এল বিস্ফোরক দাবি। চিৎসকদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা হবে, এই মর্মে প্রতিশ্রুতি দিয়ে আরজি কর মামলার সুপ্রিম শুনানিতে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, পরবর্তী সাত থেকে ১৪ দিনের মধ্যে সিসি ক্যামেরা লাগানো হবে। তবে এবার ডাক্তারদের অভিযোগ, সেই প্রতিশ্রুতির পর প্রায় ১২ দিন কেটে গেলেও এই বিষয়ে কাজ প্রায় শুরুই করেনি প্রশাসন। সাগর দত্ত হাসপাতাল চত্বর জুড়ে বর্তমানে ১০০টিরও কম সিসিটিভি ক্যামেরা আছে বলে অভিযোগ। এই আবহে নাকি কর্তৃপক্ষের তরফে বলা হয়েছিল, মোট ৩৬০টি সিসি ক্যামেরা লাগানো হবে। কিন্তু তার পর কোনও কাজ এগোয়নি। (আরও পড়ুন: পুজোর আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, চাল রফতানির ওপর থেকে উঠল নিষেধাজ্ঞা)
আরও পড়ুন: রবিবাসরীয় বাজার মাতাবে পদ্মার ইলিশ, আরও রুপোলি শস্য এল ভারতে, দাম কত জানেন?
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল সাগর দত্ত মেডিক্যাল কলেজে। সেই ঘটনায় নাকি মৃত রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসকদের এবং নার্সদের মারধর করেছিল। ঘটনায় নাকি পুলিশকর্মীও জখম হয়েছিলেন রোগীর পরিবারের মারধরে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাগর দত্তে জুনিয়র ডাক্তার এবং নার্সরা কর্মবিরতির ঘোষণা করেন। তার মাঝে রাজ্যের সরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিতে নিরাপত্তার বিষয়টি নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে। গতকাল সাগর দত্তে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব। তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনরত চিকিৎসক-পড়ুয়ারা। এই সবের মাঝে রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররাও সার্বিক ভাবে সোমবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন: বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, উৎসবের মরশুমে বাড়ছে ন্যূনতম বেতন, ডিএ বৃদ্ধি ৩.২%