পশ্চিমবঙ্গে রেলের একাধিক প্রকল্প রয়েছে। কিন্তু, জমি জটের কারণে আটকে রয়েছে বহু প্রকল্প। ফলে কাজ সম্ভব হচ্ছে না। সম্প্রতি এমনই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পালটা রেলমন্ত্রীর চিঠি নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, সব ক্ষেত্রেই যে জমি জটের কারণে প্রকল্প আটকে রয়েছে তা নয়। অনেক ক্ষেত্রেই কেন্দ্র সরকার যে অর্থ বরাদ্দ করা উচিত তা করছে না। তবে রাজ্য বিজেপির দাবি, রেলের প্রকল্পের জন্য যে জমির প্রয়োজন সেই জমির ব্যবস্থা করছে না রাজ্য সরকার। তারজন্যই বিভিন্ন প্রকল্পে সমস্যা হচ্ছে।
আরও পড়ুন:বদলে যাবে বর্ধমান স্টেশন, অমৃত ভারত প্রকল্পের ছোঁয়া, চিনতে পারবেন না কদিন পরে
জানা গিয়েছে, জমি অধিগ্রহণের বিষয়ে সম্প্রতি রাজ্য মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন রেলমন্ত্রী। এবিষয়ে রাজ্যের পরিবহণ স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, সব ক্ষেত্রেই যে প্রকল্প জমিজটের কারণে আটকে আছে সেরকমটা নয়। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাংলার জন্য অনেক প্রকল্প তৈরি করেছিলেন। তিনি প্রাথমিক স্তরে অনেক অর্থ দিয়েছিলেন। কিন্তু তারপরে তিনি বাংলার দায়িত্ব নেন। ফুরফুরা থেকে ডানকুনি পর্যন্ত রেলপথ তৈরির প্রকল্প হল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই প্রকল্পের জন্য জমিদাতাদের চাকরি এবং ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু হয়েছিল। তবে ২০১৪ সালে বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়নি। ফলে এই প্রকল্পের কাজ আটকে রয়েছে । তিনি জানান, রেলমন্ত্রক অর্থ দিলে রাজ্য সরকার নিশ্চয়ই জমি জট কাটানোর চেষ্টা করত। কিন্তু, রেল মন্ত্রকের তরফে অর্থ দেওয়া হয়নি বলে তিনি পালটা অভিযোগ তোলেন। প্রসঙ্গত, রাজ্যে প্রায় ৫০ হাজার কোটি টাকার রেল প্রকল্পের কাজ চলছে। যার মধ্যে ২০২৩–২৪ বাজেটে প্রায় ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।