ফের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের অভিযোগ। হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিএমআর) বিভাগের এক ছাত্রীকে নিয়মিত মানসিক ও শারীরিক হেনস্থা করার অভিযোগ উঠেছে। এর আগেও পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন ওই ছাত্রী। কিন্তু, পুলিশের তরফে কোনও ব্যবস্থা না নেওয়ায় এদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে পড়ুয়াদের একাংশ বিক্ষোভ করেন। ওই বিভাগের পড়ুয়াদের আন্দোলনের জেরে রোগীদের ফিরিয়ে দেওয়া হয়। কার্যত এদিন বিভাগের চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়।
আরও পড়ুন: হাসপাতালের সেমিনার হলে ‘ভারতের ম্যাচ দেখায়’ শোকজ পড়ুয়াকে, ডিনকে অপসারণের দাবি
ছাত্রীর দাবি, র্যাগিংয়ের বিষয়ে আগেই তিনি পুলিশ ও অ্যান্টি র্যাগিং কমিটির কাছে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এদিন হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন তাঁরা। বুধবার আন্দোলনের জেরে পিএমআর বিভাগের পরিষেবা ব্যাহত হয়। ফলে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় রোগীদের।
উল্লেখ্য, সোমবারই হাসপাতালের এই বিভাগে পুরুষ ও মহিলা আলাদা করা হয়েছে। আর এদিন বিক্ষোভ করলেন পড়ুয়ারা। অভিযোগ, ওই বিভাগের অধ্যাপক প্রতাপ নন্দি ছাত্রীদের শরীর নিয়ে খারাপ মন্তব্য করেন। ছাত্রীদের আলাদাভাবে ডেকে নিজের ফোন নম্বর দেন। এনিয়ে বিভাগীয় প্রধানের কাছে পড়ুয়ারা অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু, অভিযোগ জানানোর পর থেকেই ওই ছাত্রীকে হেনস্থা আরও বেড়েছে। শুধু মানসিক নয়, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।