খড়গপুর আইআইটির ডিরেক্টর ভিকে তিওয়ারির বিরুদ্ধে অনেক আগেই স্বজনপোষণ থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তা নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে নালিশও জানিয়েছিলেন শিক্ষকরা। এবার খড়গপুর আইআইটি মেন ক্যাম্পাসে থাকা বিসি রায় টেকনোলজি হাসপাতাল সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের বিরোধিতায় তীব্র বিক্ষোভ হল খড়গপুরে। স্থানীয় এবং শিক্ষা কর্মীরা সোমবার সেখানে বিক্ষোভ দেখান। সেইসঙ্গে ডিরেক্টর এবং রেজিস্ট্রারের অপসরণের দাবি জানান। এমনকী হাসপাতাল সরানো হলে সমাবর্তন অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
আরও পড়ুন: IIT খড়গপুরে স্বজনপোষণ? অধিকর্তাকে কাঠগড়ায় তুলে মন্ত্রীকে চিঠি শিক্ষকদের
জানা যাচ্ছে, খড়গপুর আইআইটি মেইন ক্যাম্পাসে রয়েছে বিসি রায় হাসপাতাল। সেটি বহু পুরনো। এই হাসপাতালে আইআইটির শিক্ষক, শিক্ষা কর্মী এবং পড়ুয়াদের পাশাপাশি সাধারণ মানুষ চিকিৎসা করাতে পারেন। ২০২১ সাল থেকে হাসপাতালে আউটডোর চালু হয়েছিল। তাতে সাধারণ মানুষের চিকিৎসার সুযোগ রয়েছে। তবে বিপত্তি ঘটে একটি বিজ্ঞপ্তিকে ঘিরে। আইআইটি কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, এই হাসপাতালটি সরিয়ে নিয়ে যাওয়া হবে বলরামপুরে আইআইটি-র দ্বিতীয় ক্যাম্পাসে। সেখানে আরও একটি হাসপাতাল তৈরি হয়েছে, যার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। তবে এটি মূল ক্যাম্পাস থেকে ৪ কিলোমিটার দূরে অবস্থিত।
আগামী ৩০ ডিসেম্বর একটি সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই হাসপাতালটি পুরোদমে চালু করার কথা রয়েছে। ইতিমধ্যেই অত্যাধুনিক এই হাসপাতালে বিসি রায় হাসপাতাল থেকে বেশ কিছু সরঞ্জাম নিয়ে যাওয়ার উদ্যোগ হয়েছে। পাশাপাশি কয়েকজন চিকিৎসক, স্বাস্থ্য কর্মীকে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে ।