দমদম সেন্ট্রাল জেলে এক বন্দির মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার বারাসতের কাজীপাড়া এলাকায়। মিথ্যে মামলা দিয়ে পুলিশ এই যুবককে তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। এমনকী তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ। এবার সেই বন্দির মৃত্যুতে তেতে উঠেছেন মানুষজন। আর সেটাই সামাল দিতে ছুটতে হল জেলা পুলিশের বড় কর্তাদের। বিস্তর চেষ্টা করে পুলিশের কর্তাদের কথায় বিক্ষোভ কিছুটা কমেছে।
ঠিক কী ঘটেছে দমদমে? পরিবার সূত্রে খবর, মৃত যুবকের নাম সাবির আলি। সাবির আলি ওরফে হিরুকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়। এই এলাকায় মদের ঠেক, গাঁজার রমরমার প্রতিবাদ করতেই তাঁকে মিথ্যে মামলায় ফাঁসায় পুলিশ। তারপর তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দমদম সেন্ট্রাল জেলে আটকে রাখে। সেখানেই তাঁর উপর অত্যাচার করা হয়েছে। আর তার জেরেই মারা গিয়েছে সাবির আলি। বারাসাত থানার পুলিশ হিরুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়েছিল।
আর কী জানা যাচ্ছে? স্থানীয় সূত্রে খবর, বিচারাধীন অবস্থায় জেলে মৃত্যু হয়েছে সাবিরের। আজ, মঙ্গলবার বারাসত থানার পুলিশের কাছ থেকে পরিবার সাবিরের মৃত্যুর খবর জানতে পারে। সেটা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তারপরই এলাকাবাসীকে নিয়ে টায়ার জ্বালিয়ে টাকি রোড অবরোধ করেন। ভরদুপুরে অনেকক্ষণ অবরোধ চলায় টাকি রোডে যানজটের সৃষ্টি হয়। অবরুদ্ধ হয়ে পড়ে ব্যস্ত এই রাস্তা।