1 মিনিটে পড়ুন Updated: 28 Feb 2023, 12:02 AM ISTSatyen Pal
কৃষকদের দাবি, কিছু জায়গায় তিন চারটাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এদিকে চাষের খরচও আকাশছোঁয়া। অনেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। তাঁরা আশায় ছিলেন আলু বিক্রি করে হয়তো লাভের মুখ দেখবেন। সেই টাকায় ঋণ শোধ করবেন। কিন্তু সেই আশায় জল পড়ে গিয়েছে।
আলুর দাম পাচ্ছেন না কৃষকরা(ANI Photo)
আলু চাষ করে মাথায় হাত কৃষকের। উত্তরবঙ্গের জেলায় জেলায় আলু চাষিদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। উত্তরের একাধিক জেলায় আলু বিক্রি করে চাষিরা কেজি প্রতি মাত্র দেড় টাকা থেকে আড়াই টাকা করে পাচ্ছেন। আর তার জেরে ক্ষোভ চরমে উঠেছে। উত্তরবঙ্গে ধূপগুড়ি, মালদা, কোচবিহারের একাংশে আলুর ভালো ফলন হয়। কিন্তু সেই আলুর দাম একেবারে তলানিতে। রবিবার কোচবিহারের ২ ব্লকের পুণ্ডিবাড়িতে উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কে আলু ফেলে দেন কৃষকরা।আলু বিক্রি করতে এসে দাম না পেয়েই তাঁরা আলু রাস্তায় ফেলে দিয়েছিলেন।
তাঁদের দাবি, আলু বিক্রি করে চাষের খরচও উঠবে না। পুণ্ডিবাড়ি নতুন বাজার এলাকায় গ্রাম থেকে আলু বিক্রি করতে এসেছিলেন চাষিরা। তখনই পাইকাররা আলুর কেজি প্রতি দাম হিসাবে মাত্র দেড় টাকা দিতে রাজি হন। এরপরই ক্ষোভে সেই আলু নিয়ে জাতীয় সড়কে ঢেলে দেন।
কৃষকদের দাবি, কিছু জায়গায় তিন চারটাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। এদিকে চাষের খরচও আকাশছোঁয়া। অনেকে ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। তাঁরা আশায় ছিলেন আলু বিক্রি করে হয়তো লাভের মুখ দেখবেন। সেই টাকায় ঋণ শোধ করবেন। কিন্তু সেই আশায় জল পড়ে গিয়েছে।