বালুরঘাট ল কলেজে পরিচালন সমিতির সভাপতি তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিরুদ্ধে পোস্টার পড়ল। পরিচালন সমিতির বৈঠকের আগে রাতের অন্ধকারে পোস্টার লাগানো হয়েছে বলে অভিযোগ। মন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পড়ার পাশাপাশি কলেজের উন্নয়ন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে পোস্টারে দাবি জানানো হয়েছে।
কলেজ সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী বিপ্লব মিত্র পরিচালন কমিটির সভাপতি হওয়ার পরেই তাকে ঘিরে একের পর এক বিক্ষোভ হয়েছে কলেজে। এর আগে এই পরিচালন সমিতির দায়িত্বে ছিলেন অর্পিতা ঘোষ। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে তাকে সরিয়ে দিয়ে মন্ত্রীকে সভাপতি করা হয়। কলেজের ছাত্র ইউনিয়ন এখনও অর্পিতা ঘোষের হাতে থাকায় তার অনুগামীরা এই কাজ করে থাকতে পারে বলে অভিযোগ করেছেন মন্ত্রীর ঘনিষ্ঠরা। একাধিক পোস্টার পড়ার সঙ্গে সঙ্গে গতকাল মন্ত্রী কলেজের পৌঁছনোর আগে বিক্ষোভ করেন ল কলেজের পড়ুয়ারা। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে মন্ত্রীকে।