পানাগড়ের রণডিহা মোড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় রাত পোহাতে না পোহাতে ডিগবাজি খেল পুলিশ। সোমবার রাতে নিহত তরুণীর গাড়িই অন্য গাড়িতে তাড়া করেছিল বলে পুলিশ সুপার দাবি করলেও মঙ্গলবার সকালে অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করল পুলিশ। প্রশ্ন হল তাহলে কীসের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় নিহত সুতন্দ্রার গাড়ির বিরুদ্ধেই অন্য গাড়িকে তাড়া করার অভিযোগ তুলেছিলেন পুলিশ সুপার? রাত পোহাতে না পোহাতে পুলিশের এই ডিগবাজিতে কি তাদের তদন্তকে আরও প্রশ্নের মুখে ফেলে দিল না।
পড়তে থাকুন - বচসা চলাকালীনই ইট দিয়ে থেঁতলে খুন, ট্রলিব্যাগে মহিলার দেহ উদ্ধারে জেরায় কবুল
আরও পড়ুন - ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ লাভলিকে TMC পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরাল প্রশাসন
মঙ্গলবার জানা গিয়েছে, সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির আরোহী মিন্টু মণ্ডলের অভিযোগের ভিত্তিতে বেপরোয়াভাবে গাড়ি চালানো, প্রাণহানির চেষ্টা ও অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। প্রশ্ন হল, যে ঘটনায় সোমবার সন্ধ্যায় অভিযুক্ত গাড়িটিকে কার্যত ক্লিন চিট দিয়েছিলেন পুলিশ সুপার রাত পোহাতে না পোহাতে কেন মামলা দায়ের করতে হল পুলিশকে? কেন পর্যাপ্ত তথ্য ছাড়া নিহত তরুণীর গাড়িকেই দোষারোপ করলেন পুলিশ সুপার? অভিযুক্তদের বাঁচাতে কি কোনও রকম চাপ রয়েছে পুলিশের ওপর?
আরও পড়ুন - ‘আন্দোলন না করার জন্য ডাক্তারদের ঘুষ দেওয়া হয়েছে’, বেতন নিয়ে বেলাগাম দিলীপ