গ্রেফতার হওয়া যুবক জেরায় পুলিশকে জানান, তাঁর কাছে পাসপোর্ট বা ভিসা কিছুই ছিল না। ছিল শুধু বুকভরা প্রেম। তাই নিয়েই তিনি অবৈধ পথে সীমান্ত অতিক্রম করেছেন। হরিহরপাড়ায় বেশ কিছুদিন চুপচাপ ছিলেন সোহেল। এমনকী কলকাতায় এসে একটি বেসরকারি প্রকল্পে কাজও করেছেন। সোহেল হরিহরপাড়ার নসিপুরে প্রেমিকার বাড়িতে আসেন।
গ্রেফতার হলেন প্রেমিক–প্রেমিকা।
প্রেমের টান সবাই বুঝতে পারে না। যাদের জীবনে এসেছে তারাই সেটা উপলব্ধি করতে পারে। পুলিশের হাতে ধরা পড়ার পর এমন কথাই বলেছেন প্রেমিক–প্রেমিকা। অনেক কথা হওয়ার পর একে–অপরকে কাছে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন। তাই প্রেমিকার ডাকে সাড়া দিতে বাংলাদেশের যুবক প্রেমিক কাঁটাতার পেরিয়ে এপারে এসেছিলেন। কয়েকদিন থেকেও ছিলেন। কিন্তু পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
প্রেমিকা দাবি করেছিলেন, তুমি যদি আমাকে সত্যিই ভালবাস তাহলে এক সপ্তাহের মধ্যে দেখা করতে হবে। আর হৃদয়ের সেই ভালবাসার টান বোঝাতেই এবং প্রেমিকার কথা রাখতেই এপারে চলে আসেন বাংলাদেশি যুবক প্রেমিক। কিন্তু এত কিছুর পরও শেষরক্ষা হল না। পুলিশের প্রেমিককে ধরে ফেলল। আর একইসঙ্গে অবৈধভাবে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন প্রেমিকাও। তাঁরাই পুলিশকে জানান, প্রেমের টান এমনই হয়।