বাংলায় ফের গ্রেফতার ভুয়ো চিকিৎসক। অন্যের রেজিস্ট্রেশন ব্যবহার করে ডাক্তারি করার অভিযোগে ওই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। চিকিৎসকের নাম প্রথমরঞ্জন মণ্ডল। অভিযোগ, তাঁর ভুল চিকিৎসার কারণে আঙুল হারিয়েছিলেন এক যুবতী। সেই অভিযোগ পাওয়ার পর নথিপত্র খতিয়ে দেখে পুলিশ অভিযোগের সত্যতা খুঁজে পায়। শেষে অভিযোগ দায়ের হওয়ার প্রায় দেড় বছর পর তাঁকে গ্রেফতার করল পুলিশ।
আরও পড়ুন: ক্লাস টেন পর্যন্ত পড়ে ‘ডাক্তারি’, ৩ বছর ধরে রোজের রোজগার প্রায় ৩৫,০০০ টাকা!
জানা গিয়েছে, প্রথমরঞ্জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল ২০২৩ সালের ২৪ ডিসেম্বর। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন নিমতা থানার ইটখোলা আশ্রম রোড নারায়ণ পল্লীর বাসিন্দা ভুবনেশ্বর সরকার। তিনি জানান, তাঁর মেয়ে সায়নী সরকারের বাঁ হাতের একটি আঙুলে গুরুতর চোট লেগেছিল। চিকিৎসার জন্য সায়নীকে তিনি প্রথমরঞ্জন মণ্ডলের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁর আঙুল সেলাই করে ছেড়ে দেন। কিন্তু, তারপরও সমস্যার সমাধান হচ্ছিল না। ১৫ দিন পর সেলাই কাটতেই দেখা যায় আঙুলে ভয়ঙ্কর সমস্যা দেখা দিয়েছে। তখন সায়নীকে অন্য চিকিৎসার কাছে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসক জানান, সায়নীর আঙুলে পচন ধরেছে। আঙুল নষ্ট হয়ে গিয়েছে। দ্রুত কেটে বাদ না দিলে তা গোটা শরীরে ছড়িয়ে পড়বে। এরফলে গুরুতর সমস্যা হতে পারে বলে জানান চিকিৎসক।