আইআইটি খড়গপুরের ২০২১-২০২২ প্লেসমেন্ট সেশনের প্রথম পর্বে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ১৬০০ জনের বেশি চাকরির অফার পেয়েছেন। এছাড়া ৯০০ জনের বেশি ইন্টার্নশিপের অফার পেয়েছেন। এই পুরো প্রক্রিয়ায় সময় লেগেছে মাত্র ১২ দিন। আইআইটি খড়গপুর সূত্রের খবর, এই সেশনের প্রথম দিনেই ৫০০ জন চাকরির অফার পেয়েছেন।
Ad
আইআইটি খড়গপুর।
চাকরির ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি করল খড়গপুর আইআইটি। দেশের সমস্ত আইআইটিকে প্রতিষ্ঠানকে পিছনে ফেলে ৪৮ জন পড়ুয়া পেলেন ৫০ লক্ষ টাকা থেকে ২.৬ কোটি টাকার চাকরির অফার। খড়গপুর আইআইটিতে চলা প্লেসমেন্ট সেশন বা কেরিয়ার ক্যাম্পাসিংয়ের দ্বিতীয় পর্যায়ে প্রচুর চাকরি পেয়ে রেকর্ড তৈরি হল। আইআইটি খড়গপুরের ২০২১-২০২২ প্লেসমেন্ট সেশনের প্রথম পর্বে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ১৬০০ জনের বেশি চাকরির অফার পেয়েছেন। এছাড়া ৯০০ জনের বেশি ইন্টার্নশিপের অফার পেয়েছেন। এই পুরো প্রক্রিয়ায় সময় লেগেছে মাত্র ১২ দিন।
আইআইটি খড়গপুর সূত্রের খবর, এই সেশনের প্রথম দিনেই ৫০০ জন চাকরির অফার পেয়েছেন। দ্বিতীয় দিনে সংখ্যাটা পৌঁছে গিয়েছিল ১০০০-এ। সফ্টওয়্যার, উচ্চ-স্তরের কোডিং, বিশ্লেষণ, পরামর্শ, কোর-ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন সেক্টরের ৩০০ টিরও বেশি কোম্পানি ব্যাঙ্কিং, ফাইনান্স এবং হাই-ফ্রিকোয়েন্সি ট্রেডিং প্রভৃতি ক্ষেত্রে পড়ুয়াদের চাকরির অফার দিয়েছে। যার মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলি থেকে অফার এসেছে ৪৫ টিরও বেশি। আইআইটি খড়গপুরের পাঁচজন বিদেশি পড়ুয়াও এবার চাকরি পেয়েছেন। যে সমস্ত সংস্থাগুলি ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করেছিল তার মধ্যে ছিল এয়ারবাস, অ্যাকসেন্টর জাপান, এক্সেল, গুগল, মাইক্রোসফট, কুয়ালাকম, হিন্দুস্থান ইউনিলিভার, টাটা স্টিল, বাজাজ অটো, জাগুয়ার ল্যান্ড রোভার প্রভৃতি কোম্পানি।
খড়গপুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের চেয়ারম্যান এ রাজাকুমারের মতে, প্রতিষ্ঠানের পাঠ্যক্রম, পড়ুয়াদের প্রযুক্তিগত দক্ষতার ফলেই এসব সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আমরা আশা করি আরও অনেক কোম্পানি দ্বিতীয় পর্যায়ে প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপের সুযোগ দেবে।’ তিনি জানান, ক্যামাপসিংয়ের দ্বিতীয় পর্যায়টি শুরু হবে ২০২৩ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে। অন্যদিকে, ২৪ ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান হবে। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধনখর এবং আইআইটি খড়গপুর বোর্ড অফ গভর্নরস চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ সিং৷