গঙ্গাসাগরে যাওয়ার পথে যাত্রীবোঝাই ভেসেল থেকে আচমকাই ঝাঁপ দিলেন এক যাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। তার পর থেকেই নিখোঁজ রয়েছেন ওই যাত্রী। এখনও পর্যন্ত তাঁর কোনও হদিশ মেলেনি। রাতভর নদীতে তল্লাশি চালানো হয়েছে। রবিবার সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধার অভিযান।
আরও পড়ুন: সাবমেরিনের ধাক্কায় ডুবে যায় মাছ ধরার নৌকা, সাতদিন পর মিলল ২ মৎস্যজীবীর দেহ
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কচুবেড়িয়া লট নম্বর ৮ ঘাট সংলগ্ন এলাকায় মুড়িগঙ্গায়। কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরের দিকে যাচ্ছিল ওই যাত্রীবোঝাই ভেসেল। স্থানীয় ও প্রশাসনিক সূত্রে খবর, রাতের ওই সময় মাঝ মুড়িগঙ্গায় হঠাৎ এক ব্যক্তি নদীতে ঝাঁপিয়ে পড়েন। ভেসেলে থাকা যাত্রীরা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। কিছুক্ষণ পর একাধিক প্রত্যক্ষদর্শীর চিৎকারে শোরগোল পড়ে যায়। চালক ও কর্মীরাও সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন। খবর যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরে। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। কিন্তু নদীর জোয়ার তখন প্রবল। রাতভর চেষ্টার পরেও নিখোঁজ ব্যক্তির কোনও খোঁজ মেলেনি।
রবিবার সকাল হতেই ফের জলপথে নামে উদ্ধারকারী দল। মুড়িগঙ্গা নদীর বিস্তীর্ণ অংশ জুড়ে চলছে খোঁজ। তবে এখনও পর্যন্ত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। তাঁর নাম, ঠিকানা, কোথা থেকে তিনি এসেছিলেন কিংবা কোথায় যাচ্ছিলেন। এসব কিছুই অজানা।