ফের বেপরোয়া গতির বলি হলেন এক বাইক আরোহী। মৃতের নাম নাম সাহেদ শেখ (২৬)। ছোট গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা লাগার ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালার থানার সালিন্দা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই রাস্তায় ব্যাপক যানজট দেখা যায়। এছাড়াও, আরও দু'জন আহত হয়েছে। কান্দি মহকুমা তাদের হাসপাতালে চিকিৎসা চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল মোটর বাইকে করে তিনজন যাচ্ছিলেন। সেই সময় সালিন্দা এলাকায় ছোট গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকের। দুর্ঘটনার ফলে তিনজনেই বাইক থেকে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই সাহেদের মৃত্যু হয়। ধুলু শেখ এবং কায়েদ শেখ নামে আরও দু'জন বাইক আরোহী আহত হয়েছেন। তাদের কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। সাহেদের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।