রানিগঞ্জে দু'বছর আগেকার একটি ডাকাতির ঘটনায় বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে ট্রানজিট রিমান্ডে আসানসোলে এনেছে সিআইডি। রবিবার তাকে একদিনের জেল হেফাজত দেওয়া হয়েছিল। তা শেষ হতেই সোমবার ফের তাকে তোলা হয় আদালতে। তবে এখনও সুবোধকে নিজেদের হেফাজতে পায়নি সিআইডি। ফের তাকে একদিনের জেল হেফাজতেই পাঠানো হয়েছে। তবে জেলে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় সুবোধের কাছ থেকে হুমকি শুনতে হল সিআইডির তদন্তকারী অফিসাররকে। গ্যাংস্টার সুবোধ তাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।
আরও পড়ুন: বিহারের জেলে বন্দি মাফিয়া সুবোধ সিংয়ে কলকাতায় নিয়ে এল রাজ্য পুলিশ
প্রসঙ্গত, এর আগের দিন রবিবার যখন সুবোধকে আদালত থেকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল সেই সময় কার্যত সংবাদ মাধ্যমের সামনেই সুবোধ সিং সিআইডির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিল। নিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করে সুবোধ জানিয়েছিল, ‘আমি ৬ বছর ধরে জেলে আছি। পুলিশ আমাকে নিয়ে এইসব করেই যাচ্ছে। নিজদের অপদর্থতা ঢাকার জন্যই এইসব করছে পুলিশ।’
এদিকে, হুমকির ঘটনার পরে সিআইডি ইনস্পেক্টর কে রহমান উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে আসানসোল দক্ষিণ থানায় সুবোধের নামে অভিযোগ দায়ের করেছেন। তারপরে পুলিশ পদক্ষেপ করছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগেও সুবোধের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তার বেপরোয়া মনোভাবের পরিচয় পাওয়া গিয়েছিল বেলঘরিয়ায় বিটি রোডের উপরে দিনেদুপুরে এক ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর হামলার ঘটনায়। সেই সময় ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু, গাড়িটি বুলেট প্রুফ হওয়ায় ব্যবসায়ীর কিছু হয়নি। এরপর তিনি বেলঘরিয়া থানায় যখন বসে অভিযোগ জানাচ্ছিলেন সেই তাকে ফোন করে হুমকি দেওয়া হয়। সেক্ষেত্রেও ওই ব্যবসায়ীকে ফোনে সুবোধই হুমকি দিয়েছিল বলে জানা যায়।
আদালতে তুলে সুবোধকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় সিআইডি। তবে সিআইডির আবেদন মঞ্জুর করেনি আদালত। তার পরিবর্তে সুবোধকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনায় সুবোধ গ্যাং জড়িত কিনা, সে বিষয়টিও জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।