মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতেই বিজেপির ‘বাংলা অস্মিতা’-র উদাহরণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে জনসভা থেকে মোদী দাবি করেন, ভারতের যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে সেখানে বাঙালিদের সম্মান করা হয়। বাংলা ভাষাকে সম্মান করা হয় বলে দাবি করেন মোদী। তিনি আরও দাবি করেন, বিজেপি জন্মের মূল বীজ তো বাংলায় নিহিত আছে। বিজেপি সরকারের আমলেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার সম্মান প্রদান করা হয়েছে বলে দাবি করেন মোদী। সেইসঙ্গে ঘুরিয়ে মোদী অভিযোগ করেন, তোষামদের স্বার্থে ‘বাংলা অস্মিতা’-র ধুয়ো তুলে অনুপ্রবেশকারীদের হয়ে গলা ফাটাচ্ছে তৃণমূল কংগ্রেস।
‘বিজেপি বাংলা ভাষাকে হিসেবে বিবেচনা করে'
শুক্রবার দুর্গাপুরের জনসভা থেকে মোদী বলেন, ‘বিজেপি বাংলা ভাষাকে প্রেরণা, পরম্পরা এবং পরিচিতির মাধ্যম হিসেবে বিবেচনা করে। বিজেপির কাছে বাংলা অস্মিতা সর্বোপরি। দেশে যেখানে বিজেপি আছে, সেখানে বাংলার সম্মান আছে। পশ্চিমবঙ্গের মানুষকে সম্মান আছে। ‘পশ্চিমবঙ্গে কী হচ্ছে? নিজেদের স্বার্থে তৃণমূল পশ্চিমবঙ্গকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। সেজন্য এখানে অনুপ্রবেশে মদত জোগানো হচ্ছে।’
বাংলা ভুয়ো নথিপত্র বানানোর কেন্দ্র হয়ে উঠেছে, দাবি মোদীর
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ এখন জাল নথিপত্র তৈরির কেন্দ্র হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, 'অনুপ্রবেশকারীদের জালি নথিপত্র তৈরি করা হচ্ছে। এই কাজটার জন্য একটা পুরো সিস্টেম তৈরি করা হয়েছে। এই পশ্চিমবঙ্গ ও দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক। এটা বাংলার সংস্কৃতির জন্য বিপজ্জনক। কিন্তু তোষামদের জন্য তৃণমূল সব সীমা অতিক্রম করে যাচ্ছে।’
আরও পড়ুন: ‘ভারতের বিকাশে দুর্গাপুরের বড় ভূমিকা আছে’, ৭ প্রকল্পের শিলান্যাস করলেন মোদী
মোদী দাবি করেন, আজ যখন দেশের সামনে তৃণমূলের মুখোশ খুলে গিয়েছে, তখন অনুপ্রবেশকারীদের পক্ষে নয়া কর্মসূচি শুরু করে দিয়েছে। দেশের সংবিধান এবং দেশের সাংবিধানিক সংস্থাকে চ্যালেঞ্জ ছুড়ছে তৃণমূল। এখন তৃণমূল খোলাখুলি অনুপ্রবেশকারীদের সমর্থনে ময়দানে নেমে পড়েছে।'
আরও পড়ুন: বিরাটি পর্যন্ত মেট্রোর ২ টানেল, হবে আন্ডারগ্রাউন্ড স্টেশন, শুরু হচ্ছে বিশাল কাজ
সেইসঙ্গে মোদী হুঁশিয়ারি দেন, ‘আমি দুর্গাপুরের মাটি থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যে ভারতের নাগরিক নয়, যে অনুপ্রবেশ করে ভারতে এসেছে, তাদের বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী ন্যায়সম্মত পদক্ষেপ চালিয়ে যাওয়া হবে। বাংলার অস্মিতার বিরুদ্ধে যে ষড়যন্ত্রই হোক না কেন, সেটাকে সফল হতে দেবে না বিজেপি। এটা মোদীর গ্যারান্টি।’
বিধানসভা ভোটের আগে বাংলার অস্মিতা নিয়ে লড়াই
আর প্রধানমন্ত্রী সেই মন্তব্য করেছেন মমতা রাস্তায় নামার ঠিক পরেই। বিজেপি-শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার ও বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়ার অভিযোগ নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন মমতা।
আরও পড়ুন: পড়াশোনার জন্য বিশ্বের সেরা শহর কোনটা? তালিকায় ভারতের ৪, সবথেকে খরচ কম কলকাতায়?
আর সেই আবহে মোদী দুর্গাপুরের সভা থেকে যে মন্তব্য করেছেন, তা নিয়ে পালটা আক্রমণ শানিয়েছে তৃণমূল। রাজ্যের শাসক দলের তরফে বলা হয়েছে, 'অসম, দিল্লি, মহারাষ্ট্র, ওড়িশা, ছত্তিশগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট-সহ সমস্ত বিজেপি-শাসিত রাজ্যে বাংলায় কথা মানুষদের হেনস্থা করা হচ্ছে। আটকে রাখা হচ্ছে। জেলে বন্দী রাখা হচ্ছে। হয় আপনি দুর্দান্ত মিথ্যে বলতে পারেন। অথবা মারাত্মকভাবে অজ্ঞ'