বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। হাওড়ার ডোমজুড়ে অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। দাঁড়িয়ে থাকার সময় তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। শুক্রবার রাতের এই ঘটনায় অক্ষত রয়েছেন বিধায়ক। তবে বিধায়ক দুর্ঘটনার নেপথ্যে কোনও কারণ রয়েছে কি না সে বিষয়ে মন্তব্য না করলেও অনুগামীদের ধারণা এর পিছনে চক্রান্ত থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। (আরও পড়ুন: ওয়াকফ প্রতিবাদের নামে তৃণমূল সাংসদের অফিস ভাঙচুর, খলিলুরকে ঘিরে ধরে গালিগালাজ!)
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নওশাদ, তৃণমূলে কবে যাচ্ছেন? প্রশ্ন শুনেই কী জবাব!
জানা গিয়েছে, শুক্রবার রাত ১১টার দিকে দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন নওশাদ সিদ্দিকি। গাড়িটি চেকপোস্টের কাছে সিগন্যালে দাঁড়িয়েছিল। সেই সময় ট্রাকটি বাঁদিক থেকে এসে তাঁর গাড়িতে ধাক্কা মারে। এর ফলে নওশাদের গাড়ির সামনের দিকের টায়ার ফেটে যায়। দুর্ঘটনায় বিধায়ক, গাড়ি চালক অথবা তাঁর নিরাপত্তা কেউ আহত হননি বলে জানা গিয়েছে। এদিকে, দুর্ঘটনার পরেই প্রথমে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা ট্র্যাকটিকে আটক করেন। পরে খবর পেয়ে সেখানে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। যদিও বিধায়কের দাবি, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই এলাকাটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। তাই সেখানে আন্ডারপাস তৈরি করা প্রয়োজন বলে তিনি দাবি জানিয়েছেন। তিনি জানান, সিগন্যালে দাঁড়িয়ে থাকার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরেই পুলিশ ট্রাকটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে আটক করে। (আরও পড়ুন: বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী, হামলা-কটাক্ষ MP-দের! WAQF প্রতিবাদে কি চাপে TMC?)
আরও পড়ুন: পুলিশকে মানছে না ওয়াকফ বিক্ষোভকারীরা? জখম SDPO, জঙ্গিপুরে আজও টহল বিএসএফের
আরও পড়ুন: কলকাতায় বাস থেক গেরুয়া পতাকা খোলানোর অভিযোগ নিয়ে মুখ খুললেন কমিশনার, বললেন…
বিধায়কের গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁকে অন্য গাড়িতে করে বাড়িতে পৌঁছনোর ব্যবস্থা করে স্থানীয় থানার পুলিশ। যদিও দুর্ঘটনার নেপথে কোনও কারণ রয়েছে কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি বিধায়ক। তবে তাঁর অনুগামীদের ধারণা, এর পিছনে চক্রান্ত থাকতে পারে। এই নিয়ে দুবার গাড়ি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বিধায়ক। এর আগে ২০২৩ সালে বিধায়কের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। কোনা এক্সপ্রেসওয়ের গড়ফার কাছে সেই সময় অল্পের জন্য রক্ষা পেয়েছিল বিধায়ক। আর এবার ডোমজুড়ে দুর্ঘটনায় রক্ষা পেলেন বিধায়ক। কোন পরিস্থিতিতে ট্রাকটি নওশাদদের গাড়িকে ধাক্কা মেরেছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে বিধায়ক নিজে অক্ষত থাকায় স্বস্তিতে অনুগামীরা। এদিকে, ঘটনাকে কেন্দ্র করে যানজট দেখা দেয় রাস্তায়। পরে পুলিশ যানজট নিয়ন্ত্রণ করে।