ভিন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হয়রানি এবং নির্যাতনের অভিযোগ সামনে আসছে। হতে থাকা সত্ত্বেও বাংলার পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে বলে অভিযোগ। ঠিক সেই আবহে এবার বাংলার এক পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল মহারাষ্ট্রে। ওই শ্রমিকের নাম আবু বক্কর মণ্ডল (৩০)। তিনি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। খুন করার পর তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে বস্তা বন্দি করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও পড়ুন: আতঙ্কে পরিযায়ী শ্রমিকদের পরিবার, শংসাপত্রের জন্য ইটাহারে সহায়তা শিবির
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভাসি থানার অন্তর্গত ওয়াসিগাঁও এলাকায়। রাজমিস্ত্রির কাজে আবু বক্কর সেখানে থাকতেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২০ জুলাই রবিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরদিনও তাঁর মোবাইল বন্ধ থাকায় উদ্বিগ্ন পরিবার খোঁজ শুরু করে। কিন্তু কোথাও কোনও খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। ভাসি থানায় অভিযোগ দায়েরের পর শুরু হয় তদন্ত। মঙ্গলবারই হদিশ মেলে তাঁর দেহের। আবু বক্করের ভাড়া বাড়ি থেকে কিছুটা দূরে একটি ডোবার মধ্যে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহাবশেষ। পুলিশ জানায়, দেহ খণ্ডবিখণ্ড করে একাধিক টুকরোয় ভরে ফেলা হয়েছিল বস্তার ভিতর। সেটি জলে ভাসিয়ে দেওয়া হয়।
দেহ শনাক্তকরণের জন্য পুলিশ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। মৃতদেহ শনাক্ত হওয়ার পর দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। বুধবার রাতে দেহ কফিনবন্দি অবস্থায় পাঠানো হয় বাদুড়িয়ার নারায়ণপুর গ্রামে। দেহ বাড়ি পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর মা, বাবা ও আত্মীয়স্বজন। এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।