শান্তিপূর্ণ শহর শিলিগুড়িতে বিভাজনের রাজনীতি ঢোকানোর চেষ্টা চলছে, এমনটাই অভিযোগ তুললেন মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, উন্নয়ন নিয়ে টক্কর নিতে না পেরে বিজেপি এখন ধর্মের নামে বিভাজনের রাজনীতি করে অশান্তি ছড়াতে চাইছে।
আরও পড়ুন: ‘বাংলায় পিছনের দরজা দিয়ে NRC চালু করার চেষ্টা চলেছ’ বিজেপিকে তোপ অভিষেকের
গৌতমবাবুর দাবি, রাজ্যে সরকার বদলের পর থেকেই শিলিগুড়িতে একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। সড়ক নির্মাণ থেকে শুরু করে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামোয় ব্যাপক অগ্রগতি হয়েছে। এই সাফল্যের সামনে দাঁড়াতে না পেরে বিজেপি এখন সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতিকে হাতিয়ার করছে। তিনি বলেন, উন্নয়ন নিয়ে লড়াই করলে বিজেপি দশ গোল খাবে। তাই এখন তারা শান্ত শহরের পরিবেশ নষ্ট করতে চাইছে। সম্প্রতি কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে নোটিস পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এনআরসি ইস্যু ঘিরেও উত্তেজনা ছড়ানোর অভিযোগ তুলেছেন মেয়র। তিনি জানিয়েছেন, এসব ঘটনার প্রতিবাদে শনিবার শিলিগুড়িতে হবে বিশাল মহামিছিল। বাঘাযতীন পার্ক থেকে হিলকার্ট রোড ধরে মহাত্মা গান্ধী মোড় পর্যন্ত যাবে সেই মিছিল। অংশ নেবেন সব ধর্মের মানুষ। মেয়রের কথায়, মানুষকে ভাগ করার রাজনীতি রুখে দেওয়া হবে।