এবার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। আর তার জেরে আজ, সোমবার হইচই পড়ে গেল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। ওই বাসটি রাস্তার ধারের সেলুনে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। তার জেরে মোট ২০ জন মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে সূত্রের খবর। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের গেঁওখালিতে। কলকাতা থেকে যেতে নন্দকুমার সংলগ্ন যে রাস্তা বাঁদিকে যাচ্ছে সেটা দিয়েই যেতে হয় মহিষাদল।
মহিষাদল থেকে আরও কিছুটা এগোলে পড়ে গেঁওখালি। এই জায়গাগুলি মোটামুটি পর্যটন স্থান বলেই পরিচিত। দেশ–বিদেশ থেকে মানুষ আসে গেঁওখালি এলাকায় সময় কাটেতে। নিরিবিলিতে সময় কাটানোর আদর্শ জায়গা হচ্ছে গেঁওখালি। আর মহিষাদলে আছে রাজবাড়ি। এখানেও মানুষজন ইতিহাসের সাক্ষী থাকতে আসেন। এমন একটা জায়গায় আজ পথ দুর্ঘটনা ঘটেছে। যার জেরে আহতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে। এঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
আরও পড়ুন: বড় রাস্তার মাঝে ‘গ্রিন বাফার’ করছে কলকাতা পুরসভা, শহরে গাছের সংখ্যা কমার জের
স্থানীয় সূত্রে খবর, আজ সোমবার সকালে মহিষাদল ব্লকের গেঁওখালি বাসস্ট্যান্ড থেকে তেরপেখ্যার যাত্রীবাহী বাস মহিষাদলের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসস্ট্যান্ড থেকে বেরিয়ে কিছুটা দূরে যেতেই টালিভাটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর সোজা গিয়ে বাসটি সকলকে ধাক্কা মেরে সেলুনে ঢুকে যায়। ঘাতক বাসের ধাক্কায় বেশ কয়েকজন মানুষ আহত হন। তারপর সংখ্যা গুণে দেখা যায় প্রায় ২০ জন। তাঁদের তৎক্ষণাৎ উদ্ধার করে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এখন তাঁরা চিকিৎসাধীন। এই দুর্ঘটনার জেরে ক্ষণিকের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে মহিষাদল গেঁওখালি রাজ্য সড়ক।