আরজি করের নির্যাতিতার সুবিচারের দাবিতে মেয়েদের রাত দখল কর্মসূচিতে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। তাঁর কথায়, ‘নাচন – কোদন, বিরিয়ানি খাওয়া, একটু নেশা - ভান, আর রাতভর বয়ফ্রেন্ড – গার্লফ্রেন্ড একসঙ্গে থাকার জন্য সবাই পথে নেমেছিল।’
আরও পড়ুন - আবাসের ঘর পাওয়ার জন্য দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে TMC নেতার মারে মৃত্যু বৃদ্ধের
পড়তে থাকুন - 'বাংলাদেশে হিন্দুর ওপর অত্যাচার চলছে, আর পশ্চিমবঙ্গে বিভিন্ন সীমান্তে উৎসব চলছে'
রবিবার সন্ধ্যায় অপরাজিতা বিলের সমর্থনে সোনারপুরে একাধিক জায়গায় ধর্না কর্মসূচির আয়োজন করে তৃণমূল। সেই ধরনা কর্মসূচির মঞ্চ থেকে কুরুচিকর মন্তব্য করলেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। সিপিএম ও বিজেপিকে নিশানা করে বক্তব্য রাখতে গিয়ে আরজি করের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রসঙ্গ টেনে একের পর এক কুরুচিকর মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘কত বড় মূর্খ, ব্যানারটা যদি করিস ‘নাগরিক সমাজ' একটু আলাদা কর, সেই লাল – কালো। সেই সিপিএমের আদল। সেই কমিউনিস্ট, মার্কসবাদী পার্টি। তাদের আদলে তৈরি করে বলছে নাগরিক সমাজের রাত দখল কর্মসূচি।'
এর পর লাভলি বলেন, 'সেই রাত দখলে কী হচ্ছে! গান বাজনা হচ্ছে। ছবি আঁকছে, গিটার বাজিয়ে গান গাইছে, নাটক করছে রাস্তায়, নাচ করছে, মানে নাচন, কোদন, গিটার, গান সব কিছু চলছে। তাদের লক্ষ্য কী, তিলোত্তমার না কি বিচার চাই! তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার মা - বাবার কষ্ট – যন্ত্রণা, তাদের সন্তান হারানোর শোক, সেগুলো বাজারে বিক্রি করা, রাজনৈতিক মুনাফা তৈরি করা এবং তার সাথে নিজেদের একটু আনন্দ ফুর্তি করা। এই যে বয় ফ্রেন্ড ,গার্ল ফ্রেন্ড বলছে, ঠিকই তো সারারাত একসাথে থাকা যাবে, গান - বাজনা হবে, কিছু নেশা - ভান হবে, বিরিয়ানি খাওয়া হবে, ভালোই তো সারা রাতটা যদি এভাবে কাটে। তিলোত্তমা তো উল্লেখ্য মাত্র।’
আরও পড়ুন - 'মুখ্যমন্ত্রী মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছেন, সিমি,হুজির নেতাদের টিকিট দিয়েছেন'