ঝাড়গ্রাম চিড়িয়াখানায় প্রাকৃতিক নিয়মে চিতা বাঘের প্রজননে সাফল্য মিলছে। যার ফলে সেখানে বেড়েছে চিতা বাঘের সংখ্যা। তবে চিতা বাঘগুলিকে রাতে সমস্যা হচ্ছিল। কারণ জায়গার অভাব। সেই কারণে ঝাড়গ্রাম চিড়িয়াখানা থেকে তিনটি পুরুষ চিতাবাঘকে স্থানান্তরিত করা হল উত্তরবঙ্গের কোচবিহার জেলার রসিকবিলের মিনি জু’তে। বৃহস্পতিবার শাহজাদ, সোহেল এবং সুলতান নামে ওই তিনটি প্রাপ্তবয়স্ক পুরুষ চিতা বাঘকে ঝাড়গ্রামের জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক থেকে রসিকবিলের চিড়িয়াখানায় পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: আলিপুরদুয়ারের ফের জনরোষের বলি চিতাবাঘ, মেরে উপড়ে ফেলা হল নখ, দাঁত
চিড়িয়াখানা সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে ওই তিনটি চিতা বাঘকে খাঁচায় ভরে কোচবিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এর ফলে ঝাড়গ্রামে চিতা বাঘের সংখ্যা কমে হল ৪টি। জানা গিয়েছে, বছর খানেক আগে উত্তরবঙ্গ থেকে দুটি চিতা বাঘ নিয়ে যাওয়া হয়েছিল ঝাড়গ্রামে। যার মধ্যে পুরুষ চিতার নাম হল সোহেল এবং স্ত্রী চিতার নাম হল হর্ষিণী। তাদের প্রজননের পরে ঝাড়গ্রামে চিড়িয়াখানায় চিতা বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭টি। তবে এতগুলি চিতা বাঘ রাখার জায়গা ছিল না ঝাড়গ্রামে। সেই কারণে তাদের উত্তরবঙ্গে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, হর্ষিণী তার প্রথম সন্তানকে খেয়ে ফেলেছিল। এরপর ২০২০ সালে হর্ষিণী এবং সোহেলের প্রজননের ফলে সুলতান এবং শাহজাদের জন্ম হয়। ওই দুটি চিতা বাঘ এখন পূর্ণবয়স্ক।