তৃণমূল সাংসদ বলেছেন, নারীর সম্মান রক্ষায় এক হাজার পুলিশও যথেষ্ঠ নয়। কিন্তু, যদি না পুরুষরা নারীদের সম্মান দিতে না পারে। তাই যদি পুরুষরা যদি এগিয়ে আসে তাহলে নারীদের সম্মান রক্ষা করা সম্ভব। এ বিষয়ে তিনি সব পুরুষের কাছে প্রতিটি নারীর সম্মান রক্ষা করার জন্য বার্তা দিয়েছেন।
তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
আরজি করের ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তার দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ৭ জন জুনিয়র ডাক্তার এখনও অনশন চালাচ্ছেন। ডাক্তারদের আন্দোলন নিয়ে সম্প্রতি কটাক্ষ করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের স্টাইপেন্ড পাওয়া নিয়ে আক্রমণ করেছিলেন। এবার নারীদের সম্মান রক্ষা নিয়ে মন্তব্য করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেবী দুর্গার আরাধনার মধ্যে দিয়ে নারীদের সম্মান রক্ষা নিয়ে পুরুষদের গুরুত্বপূর্ণ বার্তা দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। পাল্টা এ নিয়ে তৃণমূল সাংসদকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা।
তৃণমূল সাংসদ বলেছেন, নারীর সম্মান রক্ষায় এক হাজার পুলিশও যথেষ্ট নয়। কিন্তু, যদি না পুরুষরা নারীদের সম্মান দিতে না পারে। তাই যদি পুরুষরা যদি এগিয়ে আসে তাহলে নারীদের সম্মান রক্ষা করা সম্ভব। এ বিষয়ে তিনি সব পুরুষের কাছে প্রতিটি নারীর সম্মান রক্ষা করার জন্য বার্তা দিয়েছেন। তিনি আরও বলেছেন, মানুষ উৎসবে মেতে উঠেছে। এই সময়ে তিনি দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন মা যাতে সমস্ত অশুভ শক্তি ও চিন্তা দূরে সরিয়ে দেন। তিনি বলেন, ‘পুরুষরা যাতে নারীদের সম্মান রক্ষার জন্য এগিয়ে আসে দুর্গাপুজোর সময় সেই প্রতিশ্রুতি দিতে হবে। তবেই মেয়েরা সুরক্ষিত থাকবে।’
এ প্রসঙ্গে দেবী দুর্গার কথা উল্লেখ করে কল্যাণ বলেন, ‘মা দুর্গার সম্মান করেছিলেন শিব, মা কালীর সম্মান করেছিলেন শিব। তাতেই মা, মা হতে পেরেছেন। মা সব অশুভ শক্তিকে বিনাশ করতে পারে। তাই যারা বাংলাকে কলুষিত করছে তাদের মনটাকে যেন দেবী পরিষ্কার করে দেন।’