তৃণমূলের শক্তঘাঁটি বলে পরিচিত বীরভূমে যেন রামনবমীতে মিছিলের বান ডেকেছে। আর তাতে গা ভাসিয়েছেন তৃণমূলের ছোট - বড় নেতারাও। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল থেকে জেলা সভাধিপতি কাজল শেষ বাদ নেই কেউ। এমনকী কাজল শেখকে তো কোমর বেঁধে ভোগ বিতরণ করতেও দেখা গেল। যা দেখে বোঝা দায় কে বিজেপি আর কে তৃণমূল।রামনবমী উপলক্ষ্যে বোলপুরের পাড়ুই থানার কসবা পঞ্চায়েতে বেরুগ্রামে রামনবমী কমিটির অনুষ্ঠানে যোগ দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বেরুগ্রাম রামনবমী বজরংবালি কমিটির পক্ষ থেকে কাজল শেখকে জয় শ্রীরাম লেখা পতাকা ও ত্রিশূল উপহার দেওয়া হয়। অন্যদিকে চলাকালীন খাবার পরিবেশনও করেন তিনি। এদিন কাজল শেখ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান মাঝি।বীরভূমের বোলপুরে রামনবমীর শোভাযাত্রায় পা মেলেনের তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। বোলপুরের রেল ময়দান থেকে শুরু হয় এই শোভাযাত্রা। বোলপুর শহর পরিক্রমা করে মিছিল। অনুব্রত মণ্ডল বলেন, সব জায়গায় মিছিল হচ্ছে। যে কৃষ্ণ সেই রাম, রাম সবার। গোটা জেলা জুড়ে মিছিল হয়েছে কোথাও কোন অশান্তি হয়নি।ওদিকে সিউড়ি জেলা তৃণমূলের কার্যালয় থেকে রামনবমীর মিছিল করে তৃণমূল। সেই মিছিলে উপস্থিত ছিলেন বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায়। মিছিল শহর পরিক্রমা করে সিউড়ি চৈতালী মোড়ে শেষ হয়। সেখানেই হয় রামের পূজার্চনা।