তৃণমূলের শ্রমিক ইউনিয়ন নিয়ে দ্বন্দ্বের শেষ নেই। হলদিয়া থেকে শিলিগুড়ি চিত্রটা একই। ট্রেড ইউনিয়নের নাম করে ঠিকাদারি, দাদাগিরির অভিযোগ উঠেছে বার বার। এবার তা নিয়েই কড়া বার্তা তৃণমূল নেত্রীর। এদিকে বাম আমলে হবে হবে করেও যা হয়নি, তৃণমূল জমানায় শ্রমিক ইউনিয়ন থেকে ঠিকাদার সরানো কতটা সম্ভব তা বলবে ভবিষ্যৎ।
মঙ্গলবার হলদিয়ার আইওসিএল ক্লাবে শ্রমিক ইউনিয়নের সভা ছিল। সেখানে নেত্রীর বার্তা তুলে ধরেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমনকী শ্রমিক সরবরাহকারী ঠিকাদারদের একাংশও উপস্থিত ছিলেন এই মিটিংয়ে। আসলে তোলাবাজি, শ্রমিকদের উপর জুলুমবাজি এসব বন্ধ না করলে শিল্পস্থাপনের ক্ষেত্রে বড় বাধা থেকে যাবে। সেটাই নিশ্চিত করতে চাইছে সরকার।
হলদিয়াতেও শ্রমিক ইউনিয়নের নাম করে ঠিকাদারকে একাংশের ছড়ি ঘোরানো, নানা অনৈতিক কাজে লিপ্ত থাকার বিষয়টি নজরে এসেছে মুখ্যমন্ত্রীরও। এরপরই মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে তিন সদস্যের কমিটিকে এনিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দেন।নবান্নের এক পদস্থ আধিকারিকও সেই টিমে ছিলেন।