বহরমপুরে বামেদের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণের পর মৃত্যু হল এক বাম কর্মীর। নিহত আনারুল ইসলাম ডোমকলের সাহবাজপুরের বাসিন্দা। বাম নেতাদের দাবি, কাঁদানে গ্যাসের তীব্রতায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। ওদিকে মঙ্গলবারের কর্মসূচিতে গ্রেফতার বাম নেতাদের বুধবার বহরমপুর আদালতে পেশ করে পুলিশ।
জানা গিয়েছে মঙ্গলবার বহরমপুরে বামেদের আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়েছেন ক্ষেতমজুর সংগঠনের এই কর্মী। মঙ্গলবার বামেদের ওই কর্মসূচিতে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বহরমপুর। বিক্ষোভকারী ও পুলিশ পরস্পরকে লক্ষ্য করে ইট ছোড়ে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। গ্রেফতার করা হয় একাধিক বাম নেতাকে।
আরও পড়ুন: রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার আরও ১, এবার কে গেলেন শ্রীঘরে?
কর্মসূচি শেষে অন্যান্যদের মতোই নিজের বাড়ি ফিরছিলেন আনারুল সাহেব। পথে অসুস্থ বোধ করেন তিনি। তাঁকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করেন অন্যান্য বাম কর্মীরা। অবস্থার অবনতি হলে সেখান থেকে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে আসছিলেন পরিজনরা। পথেই মৃত্যু হয় আনারুল ইসলামের।

নিহত আনারুল ইসলাম
ঘটনায় ভেঙে পড়েছে মৃতের পরিবার। নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেছেন বাম ক্ষেতমজুর সংগঠনের নেতারা। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার আরও ১, এবার কে গেলেন শ্রীঘরে?
বাম নেতৃত্বের দাবি, মঙ্গলবার বামেদের কর্মসূচিতে পুলিশ অকথ্য নির্যাতন চালিয়েছে। পুলিশের লাঠি ও ঢিকে বহু বাম কর্মী - সমর্থক আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করছে দল। সঙ্গে গ্রেফতার হওয়া বাম নেতা - কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম।