কড়া হাতে পুলিশ এইসব বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। ভাঙড় থেকে টিটাগড় বোমা উদ্ধার হয়েছে বারবার। এবার সেই তালিকায় যুক্ত হল পূর্ব বর্ধমান। আজ, রবিবার একটি ধান জমিতে উদ্ধার হয় বোমা ভর্তি জারিকেন। শনিবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত মোট ৫টি জারিকেন ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে।
ধান জমিতে উদ্ধার হয় বোমা
রবিবাসরীয় সকালে পাঁচটি জারিকেন ভর্তি বোমা উদ্ধার হল পূর্ব বর্ধমানের গলসি এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে নানা জেলা থেকে বোমা উদ্ধারের ঘটনা সামনে আসছে। কড়া হাতে পুলিশ এইসব বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। ভাঙড় থেকে টিটাগড় বোমা উদ্ধার হয়েছে বারবার। এবার সেই তালিকায় যুক্ত হল পূর্ব বর্ধমান। আজ, রবিবার একটি ধান জমিতে উদ্ধার হয় বোমা ভর্তি জারিকেন। শনিবার বিকেল থেকে রবিবার সকাল পর্যন্ত মোট ৫টি জারিকেন ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে।
ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, এই পাঁচটি জারিকেন থেকে মোট ৩০টি তাজা বোমা উদ্ধার হয়েছে। কে বা কারা রেখেছিল? তা তদন্ত করে দেখা হচ্ছে। এই বিপুল পরিমাণ বোমাকে তিনটি ধাপে নিষ্ক্রিয় করে সিআইডি বম্ব ডিস্পোজাল স্কোয়াড। শনিবার বিকেলে পুরষার বদরুল মাঠে ধান কাটার সময় জমিতে বোমা ভর্তি একটি জারিকেন দেখতে পান কৃষক। তখনই খবর দেওয়া হয় গলসি থানার পুলিশকে। পুলিশ এসে জারিকেনটি উদ্ধার করে। গোটা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে ঘটনাস্থল থেকে আরও তিনটি বোমা ভর্তি জারিকেন উদ্ধার করে তারা। আর রবিবার একটি বোমা ভর্তি জারিকেন উদ্ধার করে পুলিশ।