বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > HS Exam Math Question Solution: উচ্চমাধ্যমিকের অঙ্কের ১টি প্রশ্নে ‘গুগলি’, কীভাবে করতে হবে? কষে দেখালেন শিক্ষক
পরবর্তী খবর
HS Exam Math Question Solution: উচ্চমাধ্যমিকের অঙ্কের ১টি প্রশ্নে ‘গুগলি’, কীভাবে করতে হবে? কষে দেখালেন শিক্ষক
1 মিনিটে পড়ুন Updated: 20 Mar 2023, 03:22 PM ISTAyan Das
HS Exam Math Question Solution: শিক্ষকদের মতে, উচ্চমাধ্যমিকের অঙ্কের একটি প্রশ্নে ‘গুগলি’ ছিল। অর্থাৎ কিছুটা কঠিন ছিল। ওই প্রশ্নের অঙ্ক সমাধানের ক্ষেত্রে পরীক্ষার্থীদের একাংশ সমস্যায় পড়তে পারেন। ওই অঙ্কটা আসলে কীভাবে সমাধান করতে হবে, তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে জানালেন অঙ্কের শিক্ষক।
সার্বিকভাবে উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন ভালো এসেছে। পড়ুয়ারা ভালো নম্বরও পাবেন। তবে শিক্ষকদের মতে, একটি প্রশ্নে ‘গুগলি’ ছিল। অর্থাৎ কিছুটা কঠিন ছিল। ওই প্রশ্নের অঙ্ক সমাধানের ক্ষেত্রে পরীক্ষার্থীদের একাংশ সমস্যায় পড়তে পারেন (পাঁচ নম্বর ছিল)। ওই অঙ্কটা আসলে কীভাবে সমাধান করতে হবে, তা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-কে জানালেন নঙ্গী হাইস্কুলের শিক্ষক শেখ রিয়াসত আলি।
কোন প্রশ্নে ‘গুগলি’ ছিল? নঙ্গী হাইস্কুলের অঙ্কের শিক্ষক জানান, চার নম্বরের ‘B’-র চতুর্থ প্রশ্নে ‘গুগলি’ ছিল। সেই অঙ্কটা কীভাবে করতে হবে, সেটা বুঝতে না পেরে পরীক্ষার্থীরা ‘বোল্ড’ বা ‘এলবিডব্লুউ’ হয়ে যেতে পারেন। তাহলে কীভাবে অঙ্কটা করলে পুরো পাঁচ নম্বর পাওয়া যাবে, তা একেবারে নিজে করে দেখিয়ে দিলেন নঙ্গী হাইস্কুলের অঙ্কের শিক্ষক। আর আপনি সেই প্রশ্নের উত্তর ঠিক করেছেন, তা দেখে নিন-
সেই অঙ্কের সমাধান।
এমনিতে ওই ‘গুগলি’ প্রশ্ন পরীক্ষার্থীরা না করলেও হবে। কারণ চার নম্বরের ‘B’-তে মোট চারটি প্রশ্ন ছিল। উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র অনুযায়ী, দুটি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নে পাঁচ পূর্ণমান আছে। তাই চার নম্বরের ‘B’-র চতুর্থ প্রশ্নটা পরীক্ষার্থীরা এড়িয়ে যেতে পারেন বলে অনেকের মত।
উচ্চমাধ্যমিক পরীক্ষার কোন কোন বিষয়ের উত্তরপত্র কেমন হল?
HS 2023 Bengali Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।
HS 2023 English Exam Review: কেমন হল উচ্চমাধ্যমিকের ইংরেজি প্রশ্ন? জানালেন বিশেষজ্ঞ শিক্ষকরা - ক্লিক করুন এখানে।