বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > HS Exam 2024 Rules: আজ শুরু উচ্চমাধ্যমিক, ফোন থাকলে বাতিল পরীক্ষা, কী নিয়ম আছে? বিশেষ পরিষেবা ট্রেনে
পরবর্তী খবর
HS Exam 2024 Rules: আজ শুরু উচ্চমাধ্যমিক, ফোন থাকলে বাতিল পরীক্ষা, কী নিয়ম আছে? বিশেষ পরিষেবা ট্রেনে
2 মিনিটে পড়ুন Updated: 16 Feb 2024, 06:46 AM ISTAyan Das
উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আজ থেকে। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭.৯ লাখ। মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৮৩৭টি। স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ১৭৬। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১.৩ লাখের মতো বেশি।
HS Exam 2024: আজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
তুমুল কড়াকড়ির মধ্যে আজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। প্রশ্নফাঁস রুখতে এবার উচ্চমাধ্যমিকে একাধিক কড়া পদক্ষেপ করা হয়েছে। মাধ্যমিকের মতোই প্রশ্নপত্রে থাকছে 'ইউনিক কিউআর কোড'। কেউ যদি পরীক্ষা শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়া বা অন্য কোথাও প্রশ্নপত্রের ছবি ছড়িয়ে দেন, তাহলে 'ইউনিক কিউআর কোড'-র মাধ্যমে সহজেই দোষীকে চিহ্নিত করা যাবে। ঠিক যেভাবে মাধ্যমিক পরীক্ষার সময় করা হয়েছিল। তার জেরে বাতিল করা হয় ৩৬ জনের পরীক্ষা।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অবশ্য ততদূর যেতেই চায় না। বরং কড়া নজরদারির মাধ্যমে যাতে প্রশ্নফাঁস রোখা যায়, তা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা যাতে মোবাইল না নিয়ে আসেন, তা নিয়ে বারবার সতর্ক করেছে সংসদ। পরীক্ষাকেন্দ্রের মধ্যে যদি কারও থেকে ফোন পাওয়া যায়, তাহলে তাঁকে আর সেদিনের পরীক্ষা দিতে দেওয়া হবে না। কেউ যদি ভুল করে মোবাইল নিয়ে চলে আসেন, তাহলে তাঁকে পরীক্ষা শুরুর আগে ভেন্যু সুপারভাইজারের কাছে তা জমা দিতে হবে।
সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, এবার রাজ্যজুড়ে ১৭৬টি কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই কেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর এবং রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর থাকছে। পরীক্ষার্থীরা মোবাইল ফোন বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে এসেছেন কিনা, তা খতিয়ে দেখা হবে। সূত্রের খবর, মালদা, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনা, জলপাইগুড়ির মতো জেলায় সেইসব স্পর্শকাতর কেন্দ্র আছে। তাছাড়া নজরদারির জন্য প্রতিটি রুমে কমপক্ষে দু'জন ইনভিজিলেটর থাকবেন। পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে ইনভিজিলেটরের সংখ্যা বাড়ানো হবে।
১৩) ৩১৮২৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি লোকাল: দুপুর ১ টা ৫ মিনিটে জালালখালি।
১৪) ০৩১৮৩ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার: দুপুর ১ টা ১৩ মিনিটে পলতা, দুপুর ১ টা ২০ মিনিটে জগদ্দল, দুপুর ১ টা ২৮ মিনিটে কাঁকিনাড়া এবং দুপুর ২ টো ১৪ মিনিটে পায়রাডাঙা।
১৫) ৩১৭৬৯ রানাঘাট-লালগোলা: দুপুর ১ টা ৩৮ মিনিটে জালালখালি।
১৬) ৩১৫২৩ শিয়ালদা-শান্তিপুর লোকাল: দুপুর ১ টা ৪৭ মিনিটে জগদ্দল।
২১) ০৩১৯০ লালগোলা-শিয়ালদা স্পেশাল: দুপুর ১ টা ২২ মিনিটে পায়রাডাঙা, দুপুর ২ টো ৮ মিনিটে কাঁকিনাড়া, দুপুর ২ টো ১০ মিনিটে জগদ্দল এবং দুপুর ২ টো ২১ মিনিটে পলতা।